ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মৃত্যুভয়

মোসাঃতানজিলা, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ইডেন মহিলা কলেজ, ঢাকা

প্রকাশিত: ০৮:২২, ১ জুলাই ২০২৫

মৃত্যুভয়

ছবি: সংগৃহীত

যদি করি আঁখিদ্বয় বন্ধ 
দেখি মৃত্যুর কূপে ভাসছে তরঙ্গ 
ফের খুললে চোখসজল
দেখা যায় মৃত্যুর ক্ষেত ফসল।
সকালে সূর্য ওঠে জীবন স্বরূপ 
মৃত্যুরূপে বিকেলে ডুবে যায় 
শয়নে আধা মৃত্যু 
জাগরণে প্রাণ ফিরে আয় 
মৃত্যুকে নিয়ে হয় গান 
ঈমানে সুর লয়ে ওঠে তান
আস্তিক নাস্তিক যে বা আছে সব 
এইখানে এসে নেই কোনো ভেদ 
নিতে হবে মৃত্যুর স্বাদ
আবার যখনি আসে সিলেকশন অর নিয়তির তর্ক
মৃত্যুকে করে তারা
 নানা অর্থে অর্থবিভেদ
সে করুক না হয় বিতর্ক 
মানুষ কেবলি ধায় 
মৃত্যুপানে প্রতিনিয়ত 
জন্মিলে মরিতে হইবে
একথা মানেনি কে কবে 
তবু ভাবলে না 
জীবনকে নিয়ে
তবু পেলেনা ভয় 
মৃত্যুর দুয়ারে
যে মৃত্যু ডাকে সর্বনাশ,
অনামিশা কাল
কিংবা আলোর ঝলক 
কাটায় পৃথিবীর জঞ্জাল

সেই মৃত্যু দেখো অতি নিকটে 
হলে ডান 
মৃত্যুরা করে নৃত্য। 
ফিরলে বাম 
মৃত্যুর কূপে বাজে বাদ্য
উপরে দেখি মৃত্যুমুখ
 করে আছে হা
নিচে তো তার চোরাবালি থা
আমি মৃত্যুরে স্মরি
মৃত্যুরে ডরি 
করি নিবেদন  -
আমারে নিবার কালে
যেন মুখে কালেমা ফোঁটে।
দয়া করিও ওহে মাওলা
দিওনা তুমি কঠিন মৃত্যু যন্ত্রণা। 

আমিতো গুনাহগার এক আল্লাহর গোলাম রে!
তাই মৃত্যুভয়ে 
আখেরাত খুঁজি দিবানিশিতে।
আমি আমাকে বলি
বলি পৃথিবীর মানুষ, 
ভয় করো মরণে 
কি আছে তোমার আমলে?

মুমু ২

×