
ছবি: সংগৃহীত
জুলাই এল আর ঝরে পড়ল বজ্র,
ছাত্রের চোখে ভাসল প্রতিজ্ঞার আগুন।
পথে পথে তারা লড়ল বুক পেতে, ন্যায়ের জন্য জীবন দিল, তবু ভাঙেনি মন।
ঢাকার রাস্তায় স্বপ্নের মিছিল,
শোষণের রাত শেষ হোক—এটাই ছিল ইচ্ছা।
কলমের জায়গায় হাতে নিলো পাথর,
অন্যায়ের দেয়ালে লিখল নতুন অধ্যায়।
আবু সাইয়েদের রক্তে ভিজল ধূলি,
সেই মাটি আজ গন্ধে ভরা সাহস আর আশা।
তার নাম গেয়ে উঠল সবুজ পতাকা,
আমাদের গল্পে যোগ হলো নতুন ভাষা।
গোপনে ছড়িয়ে গেল সাহসের গান,
ইন্টারনেট বন্ধ করেও থামেনি জ্বলে উঠল প্রতিটি কোণে আলোর মশাল,
জবাব দিল একতায়, ভেঙে দিল শাসকের রশ্মি।
পুতুলের রাজা পালাল রাতের আঁধারে,
গণতন্ত্র ফিরে এলো সবার ঘরে ঘরে।
নতুন ভোরের সূর্য উঠল, যেন লাল,
ছাত্রের ত্যাগে আজ হাসে বাংলাদেশ কাল।
তোমাদের আমরা ভুলব না কখনো,
তোমাদের পথেই হাঁটব যুগ যুগ ধরে।
জুলাই শুধু মাস নয়, এটি বিপ্লবের নাম,
ছাত্রের রক্তে লেখা স্বাধীনতার গান।
আসিফ