
জনপ্রিয়তা তো আগেই ছিল, তবে এক সিনেমার হাত ধরে রশ্মিকা মন্দানার জীবন পাল্টে গেছে! পুষ্পা দ্য রাইজ ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয়ের পর কেরিয়ারে এক অভূতপূর্ব উত্থান ঘটে তার। দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে বর্তমানে বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। শুধু অভিনয়ে নয়, ব্যক্তিগত জীবনেও অপ্রতিরোধ্য এই অভিনেত্রী।৩০ বছরের আগে অর্জন করেছেন বিশাল সম্পত্তি, এবং তার জীবনযাপনও উজ্জ্বল! মুম্বই, গোয়া, বেঙ্গালুরু, কুর্গ ও হায়দ্রাবাদে তার নিজস্ব বিলাসবহুল বাড়ি রয়েছে। শোনা যাচ্ছে, বেঙ্গালুরুতে প্রায় ৮ কোটি টাকার একটি প্রাসাদময় বাড়ি এবং গোয়ার সি ফেসিং বাড়ি রয়েছে তার। এইসব জায়গায় কাজের চাপ ও ছুটির সময়ে প্রায়ই যান তিনি।
তবে শুধু বাড়িই নয়, তার গাড়ির কালেকশনও একেবারে নজরকাড়া। একাধিক দামি গাড়ির মালিক রশ্মিকা। তার গ্যারেজে রয়েছে অডি কিউ ৩, যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা, এবং একটি মার্সিডিজ বেঞ্জ সি ক্লাস, যার দাম ৫০ লাখ। আরও রয়েছে রেঞ্জ রোভার স্পোর্টস, টয়োটা ইনোভা ক্রেটা এবং মার্সিডিজ বেঞ্জ সি ক্লাস গাড়ি।
সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে রশ্মিকার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬৬ কোটি টাকা! তার অপ্রতিরোধ্য উত্থান বলিউডের বড় বড় তারকাদের জন্য এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রাজু