
মেয়েকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ
১৪তলা বিশিষ্ট ‘ডিজনি ক্রুজ শিপ’-এর ৪ তলা থেকে হঠাৎ সমুদ্রে পড়ে যায় এক শিশু। মেয়েকে বাঁচাতে কোনো চিন্তা না করেই সঙ্গে সঙ্গে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন সাহসী বাবা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে রবিবার (২৯ জুন) বিকেলে ঘটনাটি ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা-মেয়ে একসঙ্গে জাহাজের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছিলেন। সে সময় মেয়েটি হঠাৎ সাগরে পড়ে যায়। মুহূর্তেই মেয়েকে বাঁচাতে বাবা নিজেও ঝাঁপ দেন।
দুইজনকেই প্রায় ১০ মিনিট ধরে সমুদ্রে ভেসে থাকতে হয়। পরে জাহাজ কর্তৃপক্ষের তাৎক্ষণিক উদ্যোগে উদ্ধারকর্মীরা পৌঁছে দুজনকেই জীবিত উদ্ধার করেন। উদ্ধার মুহূর্তের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং বাবার সাহসিকতার প্রশংসায় মুখর হয় নেটিজেনরা। জানা গেছে, বাবা-মেয়ে দুজনই সুস্থ আছেন এবং বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
খবর বিবিসি।
তাসমিম