
ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়সীমা সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। তবে ভোটের নির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি এবং সময়মতো তা ঘোষণা করা হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য দেন সিইসি। এর আগে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়। ওই সাক্ষাৎ থেকেই নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত এই আলোচনা উঠে আসে।
সিইসি সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন। উত্তরে তিনি জানান, ইসি ‘ফুল গিয়ারে’ প্রস্তুতি নিচ্ছে, যাতে সরকার যেদিন চাইবে, সেদিনই নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে অত্যন্ত আন্তরিক, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনিও চান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। এই লক্ষ্যে আমরা একই ওয়েবলেন্থে আছি। তিনি নিরপেক্ষ, আমরাও নিরপেক্ষ। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট।”
নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে নির্দিষ্ট দিনক্ষণ নিয়ে কোনো আলোচনা হয়নি। সময়মতো নির্বাচন কমিশন থেকেই তা জানিয়ে দেওয়া হবে।
এ সময় নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সিইসি বলেন, “এ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বার্তা এখনো কমিশনে আসেনি।”
সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশের সব রাজনৈতিক দল শেষ পর্যন্ত সংলাপে বসে সমঝোতায় আসবে এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের সময়সীমা নিয়ে সিইসির এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সময়সূচি পরিষ্কার হলে নির্বাচনী মাঠে প্রস্তুতি নেওয়া রাজনৈতিক দলগুলোর জন্য গতি আসবে।
ছামিয়া