ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

তারেক রহমানের ঘোষণা: শহিদদের ঋণ শোধে এখনই গণতন্ত্র দরকার

প্রকাশিত: ২২:২৭, ১ জুলাই ২০২৫

তারেক রহমানের ঘোষণা: শহিদদের ঋণ শোধে এখনই গণতন্ত্র দরকার

সংগৃহীত

ঢাকা  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জাতির মঙ্গলার্থে এক জরুরি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “শহিদদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষার জন্য এখন সময় এসেছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার, যা হবে শহিদদের প্রতি আমাদের কৃতজ্ঞতার সঠিক প্রতিফলন।”

তারেক রহমান আরও বলেন, “স্বৈরাচারী শাসনের অন্ধকারে হারিয়ে যাওয়া সেই গণতন্ত্র ফিরিয়ে আনা না হলে, শহিদদের আত্মত্যাগ বৃথা যাবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই মহান লড়াইয়ে অংশ নিতে হবে।”

তিনি রাজনৈতিক দলগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “দেশের ভবিষ্যৎ সুদৃঢ় করতে পারস্পরিক মতপার্থক্য ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। শহিদদের আত্মার শান্তি ও জাতির কল্যাণে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই আহ্বান দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করবে এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যেও ঐক্যের বার্তা ছড়িয়ে দেবে।

দেশবাসীও এখন প্রত্যাশায় বুক বাঁধছে যে, এই আহ্বান বাস্তবায়িত হলে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হবে এবং শহিদদের আত্মত্যাগের মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

হ্যাপী

×