ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

মিথ্যাবাদী সঙ্গীকে ধরুন হাতে নাতে: সম্পর্কে বিপদ ঘনানোর আগে বুঝুন ৫ ইঙ্গিত

প্রকাশিত: ০৩:৫৪, ২ জুলাই ২০২৫; আপডেট: ০৩:৫৪, ২ জুলাই ২০২৫

মিথ্যাবাদী সঙ্গীকে ধরুন হাতে নাতে: সম্পর্কে বিপদ ঘনানোর আগে বুঝুন ৫ ইঙ্গিত

যে কোনও সম্পর্কে স্বচ্ছতা না থাকলে ফাটল ধরে। বিশেষ করে যখন কারও সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখা প্রয়োজন। কিন্তু হঠাৎ যদি সঙ্গীর আচরণে পরিবর্তন খেয়াল করেন কিংবা সম্পর্কের রসায়ন আগের মতো না থাকে তাহলে সময় থাকতেই সতর্ক হওয়া উচিত। সেক্ষেত্রে সঙ্গী আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে কিনা তা কয়েকটি লক্ষণ দেখে বুঝুন। 

১. হঠাৎ ফোনের প্রতি অতিরিক্ত গোপনীয়তা: আগে সঙ্গী সবকিছু প্রকাশ করলেও হঠাৎ ফোন সহ যে কোনও বিষয়ে গোপন করে রাখছেন? যেমন ফোনে পাসওয়ার্ড দেওয়া থেকে চ্যাট ডিলিট করা, সঙ্গীর মধ্যে এই ধরনের পরিবর্তন খেয়াল করছেন? তাহলে তা আপনার থেকে  সঙ্গীর কিছু লুকানোর ইঙ্গিত হতে পারে।

২. সময় ও রুটিনে হঠাৎ পরিবর্তন: সঙ্গী কি অফিস, ওভারটাইম, জরুরি মিটিংয়ের অজুহাতে নিয়মিত বাড়িতে দেরিতে আসতে শুরু করেছেন কিংবা নির্দিষ্ট কোথাও যাতায়াত শুরু করেছেন অথবা আপনার ফোন তোলেন না? তাহলে এবিষয়ে সঙ্গীর সঙ্গে কথা বলুন। নচেৎ দূরত্ব বাড়তেই থাকবে।

৩. ছোট ছোট বিষয়েই রাগ বা দূরত্ব: সঙ্গী কি আজকাল সামান্য বিষয়ে রেগে যান? কোন প্রশ্নের সরাসরি উত্তর দেন না? তাহলে সাবধান হন৷ কারণ এই ধরনের ব্যবহার মানসিক দূরত্ব তৈরি করে। সাধারণত অন্য কারওর প্রতি আকৃষ্ট হলে কিংবা বর্তমান সম্পর্ককে বোঝা মনে হওয়া এমন আচরণের বহি:প্রকাশ হতে পারে।

৪. অতিরিক্ত ভালবাসা দেখানো: অনেক সময় মানুষ কোনও ভুল লুকাতে মিথ্যে ভালবাসা দেখাতে শুরু করে। যেমন হঠাৎ উপহার দেওয়া, অতিরিক্ত প্রশংসা বা রোমান্টিক কথাবার্তা, যা স্বাভাবিক মনে হলেও এসব আচরণ কখনও কখনও অপরাধবোধ থেকেও হয়ে থাকে। 

৫. শারীরিক- মানসিক ঘনিষ্ঠতা কমে যাওয়া: যদি সঙ্গী আগের মতো সময় না দেন, শারীরিকভাবে আকৃষ্ট না হন তাহলে বুঝবেন, সম্পর্কের উষ্ণতা কমতে শুরু করেছে এবং যার কারণে সম্পর্কে ভাঙনও ধরতে পারে। 

এই ধরনের কোনও লক্ষণ দেখলে সময়মতো সতর্ক হয়ে যান। নাহলে পরে নিজেকেই আফসোস করতে হতে পারে। 

 

রাজু

×