ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ব্রহ্মপত্র নদে নৌকা ডুবিতে নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার

নিজস্বসংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ১২:১১, ২ জুলাই ২০২৫

ব্রহ্মপত্র নদে নৌকা ডুবিতে নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার

নৌকাডুবে নিহত শাপলা ও ভাইপো আবির

ময়মনসিংহের গফরগাঁওয়ে  ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ দুই শিশু জুবায়ের (৭) ও আবির (৮) লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।  বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে টাংগাব বটতলার মহর আলীর ঘাট খান এলাকায়  ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী  উদ্ধার করে।

পাগলা থানা ওসি ফেরদৌসি আলম জানান, ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটা দূরে পৃথক দু'টি জায়গা থেকে নিখোঁজ লাশ দুইটি উদ্ধার করেছে স্থানীয়রা। প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে লাশ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি  জানান।
 
উল্লেখ্য  মঙ্গলবার (১ জুলাই) সকালে মাদ্রাসায় আসার সময় গফরগাঁও উপজেলার পাগলা থানার টাঙ্গাব বাশিয়া-পুডিরঘাট এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনায় পর শাপলা বেগম(১৫)নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে স্থানীয়রা। এসময় নিখোঁজ ছিল ঔ দুই শিশু শিক্ষার্থী। নিহতদের বাড়ি পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী গ্রামে। জুবায়ের ঔ গ্রামের মুমতাজ উদ্দিনের ছেলে এবং আবির একই এলাকার হাবিব মিয়ার ছেলে।জুবায়ের ও আবির বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসার এবতেদায়ী শাখায় পড়াশোনা করত। শাপলা বেগম ঔ মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে একই এলাকার মাঈনুদ্দীনের মেয়ে।

বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসার সুপার মো: মোখলেছুর রহমান জানান,মাদ্রাসায় অর্ধবার্ষিকী পরীক্ষা চলছিল।শিক্ষার্থীরা বুধবার সকালে নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে মাদ্রাসায় আসছিল।প্রবল স্রোতে মাঝ নদে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা নয় জন শিক্ষার্থীর মধ্যে ছয় জন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও বাকি ৩ জন ডুবে যায়।

তাসমিম

×