ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

বেপরোয়া গতির বাসের ধাক্কায় ৩টি গাড়ি দুমড়ে মুচড়ে ৪ যাত্রী আহত

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: ০১:৫০, ৩ জুলাই ২০২৫

বেপরোয়া গতির বাসের ধাক্কায় ৩টি গাড়ি দুমড়ে মুচড়ে ৪ যাত্রী আহত

ছবি: দৈনিক জনকণ্ঠ।

বেপরোয়া গতির একটি বাস পর পর ২টি টমটম ও একটি সিএনজি ধাক্কা দেয়ার ঘটনায় ৪জন আহত হয়েছেন। এতে গাড়িগুলো দুমড়ে মুচড়ে গেছে। 

বুধবার (২ জুলাই) দিবাগত রাত ১০ টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোটাটিকর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করেছে। 

স্থানীয় সূত্র জানায়, জকিগঞ্জ থেকে একটি বাস সিলেট আসার পথে প্রথমে একটি টমটমকে ধাক্কা দেয় এরপর একে একে আরেকটি টমটম ও সিএনজি অটোরিকশাকেও ধাক্কা দেয়। এতে গাড়ি গুলো দুমড়ে মুচড়ে গিয়ে ৩টি গাড়ির ৩ জন চালক ও একজন নারী যাত্রী আহত হন। 

রাত সাড়ে ১২টায় ঘটনাস্থল থেকে মোগলাবাজার থানার সাব ইন্সপেক্টর মো. আলিফ জানান, ২টা স্পটে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ এবং আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, বাস চালক পালিয়ে গেছে। 

মিরাজ খান

×