
ছবি: সংগৃহীত।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লালমনিরহাটের পথসভা কেন্দ্রিক একটি আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করেছেন। বুধবার (২ জুলাই) শহরের মিশন মোড়ে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’র পথসভায় অংশ নিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকন্যা ফাতিমাকে কোলে নেওয়ার একটি ছবি পোস্ট করেন তিনি। ছবির সঙ্গে যুক্ত করেন একটি অনুপ্রেরণামূলক স্ট্যাটাস।
ডা. জারা লেখেন, ‘আজকে ফাতিমার সাথে দেখা হল। ওর বয়স মাত্র পাঁচ। লালমনিরহাটের পথসভায় ওর বাবা ওকে কাঁধে করে নিয়ে এসেছিলেন। উনি বললেন যে ফাতেমা আমার উকুন দূর করার ভিডিও দেখে উনাকে বলেছিল ওর জন্য সেই উকুন মারার শ্যাম্পু নিয়ে আসতে। শ্যাম্পু ব্যবহার করার পর এখন ওর মাথায় আর উকুন নাই।”
এই ঘটনা সম্পর্কে তিনি আরও লেখেন, “গল্পটা সামনাসামনি শুনে এত ভালো লেগেছে। এই নতুন প্রজন্ম কৌতুহলী, আত্মবিশ্বাসী। দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এমন একটা পৃথিবীতে ওরা বড় হচ্ছে, যেখানে প্রয়োজনীয় তথ্য ওদের হাতের মুঠোয়। আগের মত এত সহজে এই প্রজন্ম প্রতারিত হবে না। তাদের অধিকার ছিনিয়ে নিতে গেলে তারা প্রতিরোধ করবে। কারণ তারা প্রশ্ন করতে শিখছে।”
শেষে তিনি ফাতিমার জন্য শুভকামনা জানিয়েছেন। ডা. তাসনিম জারার এই স্ট্যাটাস ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেকেই এই নতুন প্রজন্মের সচেতনতার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।
মিরাজ খান