ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সৌদি এয়ারলাইন্সে বুক করলেই মিলবে ওমরাহ ভিসা! জেনে নিন কিভাবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৫৩, ৩ জুলাই ২০২৫

সৌদি এয়ারলাইন্সে বুক করলেই মিলবে ওমরাহ ভিসা! জেনে নিন কিভাবে

ছবি: সংগৃহীত

সৌদি আরব এবার আন্তর্জাতিক যাত্রীদের জন্য চালু করেছে এক অভিনব সুযোগ—ফ্রি স্টপওভার ভিসা, যার মাধ্যমে লেওওভার বা ফ্লাইট সংযোগকালীন সময়ে যাত্রীরা মক্কা ও মদিনায় ওমরাহ পালন করতে পারবেন।

এই ভিসাটি শুধুমাত্র সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস-এর যাত্রীদের জন্য প্রযোজ্য। যারা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাত (UAE) থেকেও এই সুবিধা নিতে পারবেন।

কী সুবিধা মিলবে এই ভিসায়?

এই স্টপওভার ভিসা যাত্রীদের সৌদি আরবে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা (৪ দিন) অবস্থানের অনুমতি দেবে। ভিসাটি ইস্যুর ৯০ দিনের মধ্যে ব্যবহারযোগ্য এবং এটি দিয়ে যাত্রীরা ওমরাহ পালন বা পর্যটন—উভয় উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণ করতে পারবেন।

খরচ কত?

ভিসাটি মূলত বিনামূল্যে ইস্যু করা হলেও, যাত্রীদের SAR ৩৯.৫০ (প্রায় AED ৩৮.৬৮) প্রসেসিং ফি এবং কমপক্ষে SAR ১৩ (প্রায় AED ১২.৭৩) মূল্যের আবশ্যিক স্বাস্থ্যবিমা কিনতে হবে।

কীভাবে আবেদন করবেন?

যাত্রীরা যখন সৌদিয়া বা ফ্লাইনাস-এর ওয়েবসাইটে ফ্লাইট বুক করবেন, তখন ভিসার জন্য আলাদা করে আবেদন করতে হবে না। বুকিং প্রক্রিয়াতেই এই স্টপওভার ভিসা স্বয়ংক্রিয়ভাবে জেনারেট হবে।

যোগ্যতা কী?

স্টপওভার ভিসার জন্য আবেদন করতে হলে যাত্রীর:

  • সৌদিয়া বা ফ্লাইনাস এয়ারলাইন্সের টিকিট থাকতে হবে

  • ৬ মাসের জন্য বৈধ পাসপোর্ট থাকতে হবে

  • গন্তব্য দেশে বৈধ ভিসা বা রেসিডেন্সি থাকতে হবে

  • সৌদি ভিসা গাইডলাইন অনুযায়ী পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে

এছাড়া যাত্রীদের অবশ্যই Nusuk.sa প্ল্যাটফর্মে গিয়ে ওমরাহ বা জিয়ারতের সময়সূচি পূর্বেই বুক করে রাখতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য

  • ভিসাটি সিঙ্গেল এন্ট্রি এবং বর্ধনযোগ্য নয়

  • শুধুমাত্র ট্রানজিট যাত্রীদের জন্য প্রযোজ্য

  • অন্য কোনো এয়ারলাইন্সের যাত্রীরা এই সুবিধা পাবেন না

এই সিদ্ধান্তটি সৌদি সরকারের ধর্মীয় ও পর্যটনভিত্তিক সংক্ষিপ্ত ভ্রমণ উৎসাহিতকরণ নীতির অংশ হিসেবে নেওয়া হয়েছে। পুরো ভিসা ব্যবস্থাপনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হচ্ছে, এবং নীতিমালা পরিবর্তনযোগ্য।

মুমু ২

×