
ছবি: সংগৃহীত।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শামীম রহমান (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর উত্তরার মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শামীম রহমান বগুড়ার নিশিন্দারা কারবালা এলাকার মৃত লিল মিয়ার ছেলে।
জানা গেছে, শামীম রহমান নিজেকে ‘ব্যারিস্টার’ এবং তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে বিএনপির নেতা-কর্মীদের কাছে প্রলোভন দেখিয়ে বড় বড় পদ-পদবী পাইয়ে দেওয়ার আশ্বাস দিত। এভাবে সে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল।
মামলার এজাহারে বলা হয়, কিছুদিন আগে ঢাকা জেলার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাক্ষী মো. ইমরান হোসেন ও মো. গোলাম রব্বানীর সঙ্গে শামীম রহমানের পরিচয় হয়। কথা বলার একপর্যায়ে তিনি নিজেকে তারেক রহমানের চাচাতো ভাই এবং ব্যারিস্টার হিসেবে পরিচয় দেন।
পদ-পদবী পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শামীম রহমান গত ২২ জুন বিকেলে মোবাইল ফোনে ডেকে নেন ইমরান হোসেন ও গোলাম রব্বানীকে বগুড়ার মম-ইন কফি শপের সামনে। সেখানে আলাপচারিতার এক পর্যায়ে ইমরান হোসেনের কাছে কেন্দ্রীয় যুবদলের পদ পাইয়ে দেওয়ার নামে দুই লাখ টাকা এবং গোলাম রব্বানীর কাছে জেলা যুবদলের পদ পাইয়ে দেওয়ার জন্য এক লাখ টাকা দাবি করেন।
তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা আদায় করেন শামীম রহমান। পরে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, তারেক রহমানের কোনো চাচাতো ভাই শামীম রহমান নামে নেই। এ ঘটনায় বগুড়া সদর থানায় প্রতারণা আইনের ৪১৯/৪২০ ধারায় মামলা দায়ের করা হয় (মামলা নং-০৯, তারিখ-০৩/০৭/২০২৫)।
সায়মা ইসলাম