
ছবি: জনকন্ঠ
নওগাঁর বদলগাছীতে অবৈধভাবে মজুদ রাখা ৫শত বস্তা কাটারি আতপ চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার জিয়ল গ্রামের নিমতলী পাড়ার জাহিদুল ইসলামের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ রাখা এসব চাল জব্দ করেন। এ সময় সঙ্গে ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান।
বাড়ির মালিক বলেন, "আমার জামাই শিবলু হোসেন এসব চাল কিনে রেখেছে। তবে এই প্রথম আমার জামাই চালগুলো কিনেছে।
তার জামাই শিবলু বলেন, "আমার কোন ফুড লাইসেন্স নেই তবে ট্রেড লাইসেন্স আছে। আসলে আমার জানা নেই লাইসেন্স করে চাল মজুদ রাখতে হয়। কেনার পর শুনি লাইসেন্স লাগবে। এমন হবে জানলে আমি চাল কিনতাম না।"
সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন বলেন, "অবৈধভাবে খাদ্য মজুদ রাখার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নীতিমালা অনুসারে ৩০ দিনের বেশি খাদ্য মজুদ রাখা যাবে না। তার উপর খাদ্য মজুদ রাখার কোন বৈধ কাগজপত্র না থাকায় উক্ত চাল জব্দ করা হয়েছে।"
Mily