ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সোশ্যাল মিডিয়ায় শবনম ফারিয়ার বিকৃত ছবি ছড়ানো, অভিনেত্রীর ক্ষোভ প্রকাশ

প্রকাশিত: ০০:০৭, ৪ জুলাই ২০২৫

সোশ্যাল মিডিয়ায় শবনম ফারিয়ার বিকৃত ছবি ছড়ানো, অভিনেত্রীর ক্ষোভ প্রকাশ

দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় এবং নিয়মিত নিজের মতামত প্রকাশ করেন। সম্প্রতি, সোশ্যাল মিডিয়াতে একটি এডিট করা ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে সুইমিংপুলে দাঁড়িয়ে ছোট পোশাকে সানগ্লাস পরতে দেখা গেছে। তবে, ছবিটি মূলত একটি এডিট করা ছবি, যেখানে অন্য একটি নারীর শরীরে শবনম ফারিয়ার মুখ বসানো হয়েছে।

এই ঘটনায় ক্ষুব্ধ ফারিয়া নিজেই ফেসবুকে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, “ভাই এডিট (সম্পাদনা) করে ছবি দে, সমস্যা নাই! কিন্তু জাতের কারো ছবি দিয়ে দে। এমন ছবি দিয়ে দে, যার সাথে গায়ের রং মেলে না, হাইট মিলে না, আর শরীরে ট্যাটু করা—এদের ছবিতে এডিট করবি কেন?”তবে শুধু পোস্টেই থামেননি শবনম ফারিয়া, তিনি ছবির সাথে সেই নারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও উল্লেখ করেছেন, যেন বিষয়টি আরো পরিষ্কার হয়।

এর আগেও শবনম ফারিয়া এ ধরনের ঘটনার শিকার হয়েছেন এবং এর মাধ্যমে তিনি আবারও নিজের ছবি বিকৃত করার বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন।

 

রাজু

×