
ছবি: সংগৃহীত
২০২৫ সালে পৃথিবীর কক্ষপথ যেন হয়ে উঠেছে এক মহাকাশীয় হাইওয়ে। Orbiting Now-এর তথ্য অনুযায়ী, বর্তমানে মহাকাশে সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা প্রায় ১২,৯৫২টি। এর মধ্যে যুক্তরাষ্ট্র একাই পরিচালনা করছে ৮,৫৩০টি স্যাটেলাইট। তবে রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের বহু দেশ দ্রুত তাদের উপস্থিতি বাড়াচ্ছে মহাকাশে।
বিভিন্ন দেশের এ স্যাটেলাইটগুলো ব্যবহার হচ্ছে যোগাযোগ, সামরিক নজরদারি, বৈজ্ঞানিক গবেষণা, আবহাওয়া পর্যবেক্ষণ, ন্যাভিগেশন এবং ইন্টারনেট সেবা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজে। চলতি বছরেই ১৪৫টি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে।
নীচে ২০২৫ সালে সবচেয়ে বেশি স্যাটেলাইট থাকা শীর্ষ ১০ দেশের তালিকা তুলে ধরা হলো:
১. যুক্তরাষ্ট্র – ৮,৫৩০টি স্যাটেলাইট
যুক্তরাষ্ট্র এই দৌড়ে বিশাল ব্যবধানে এগিয়ে। এর মধ্যে SpaceX-এর Starlink প্রকল্প একাই ৭,৪০০টিরও বেশি স্যাটেলাইট পরিচালনা করছে, যা বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা দেয়। NASA, মার্কিন প্রতিরক্ষা বিভাগ, Amazon-এর Project Kuiper ও Iridium মিলিয়ে দেশটির স্যাটেলাইট নেটওয়ার্ক দিন দিন আরও বিস্তৃত হচ্ছে।
২. রাশিয়া – ১,৫৫৯টি স্যাটেলাইট
রাশিয়ার স্যাটেলাইট কার্যক্রমের মূল দায়িত্বে আছে Roscosmos। দেশটি ২০৩৬ সালের মধ্যে তাদের সংখ্যা ২,৬০০-তে পৌঁছাতে চায়। সামরিক, যোগাযোগ ও জিওলোকেশন ব্যবস্থায় রাশিয়া ‘GLONASS’ ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে।
৩. চীন – ৯০৬টি স্যাটেলাইট
চীনের CNSA ও বিভিন্ন বেসরকারি সংস্থা যেমন iSpace ও GalaxySpace চীনের স্যাটেলাইট সংখ্যা বাড়াচ্ছে। তাদের ‘Guowang’ প্রকল্প Starlink-এর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৪. যুক্তরাজ্য – ৭৬৩টি স্যাটেলাইট
বেসরকারি প্রতিষ্ঠান OneWeb-এর কারণে যুক্তরাজ্যের স্যাটেলাইট সংখ্যা দ্রুত বেড়েছে। দেশের সামরিক নজরদারি ও বিজ্ঞান গবেষণার জন্য যুক্তরাজ্য ব্যাপকভাবে মহাকাশে বিনিয়োগ করছে।
৫. জাপান – ২০৩টি স্যাটেলাইট
জাপানের QZSS ন্যাভিগেশন সিস্টেম ও JAXA এর বৈজ্ঞানিক মিশনগুলো উল্লেখযোগ্য। তাদের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে ৭টি QZSS স্যাটেলাইট চালু করা।
৬. ফ্রান্স – ১০০টির বেশি স্যাটেলাইট
CO3D ও YODA প্রজেক্টের মাধ্যমে ফ্রান্স নিজস্ব উপগ্রহ পর্যবেক্ষণ ও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির সঙ্গে যৌথভাবে কাজ করলেও ফ্রান্সের নিজস্ব অভিযানও রয়েছে।
৭. ভারত – ১৩৬টি স্যাটেলাইট
ISRO-এর পরিচালনায় ভারত এখন ১৩৬টি স্যাটেলাইট পরিচালনা করছে। LEO ও GEO উভয় কক্ষপথেই ভারতের সক্রিয়তা বাড়ছে। আগামী তিন বছরে আরও ১০০–১৫০টি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে রয়েছে নিরাপত্তা, আবহাওয়া ও ডিজিটাল কানেক্টিভিটির বিষয়গুলো।
৮. জার্মানি – ৮২টি স্যাটেলাইট
জার্মানি নতুন সামরিক স্যাটেলাইট কনস্টেলেশন তৈরির পরিকল্পনায় রয়েছে। OHB SE ও Airbus Defence & Space-এর নেতৃত্বে দেশটি ইউরোপীয় মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
৯. ইতালি – ৬৬টি স্যাটেলাইট
ইতালির IRIDE প্রকল্প ৩৪টি স্যাটেলাইট নিয়ে গঠিত এবং ২০৩০ সালের মধ্যে আরও ১০০টি স্যাটেলাইট যুক্ত করার লক্ষ্য রয়েছে। পরিবেশ পর্যবেক্ষণ ও জাতীয় নিরাপত্তা এতে অগ্রাধিকার পাচ্ছে।
১০. কানাডা – ৬৪টি স্যাটেলাইট
Telesat ও GHGSat-এর মাধ্যমে কানাডা স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করছে জলবায়ু গবেষণা, যোগাযোগ ও বিজ্ঞান অভিযানে। NASA-সহ বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতায়ও অংশ নিচ্ছে দেশটি।
মুমু ২