ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

মরুভূমির শুষ্ক বাতাস থেকেও সুপেয় পানি তৈরিতে সক্ষম বিশেষ জানালা আবিষ্কার!

প্রকাশিত: ১০:২৪, ৪ জুলাই ২০২৫; আপডেট: ১০:২৫, ৪ জুলাই ২০২৫

মরুভূমির শুষ্ক বাতাস থেকেও সুপেয় পানি তৈরিতে সক্ষম বিশেষ জানালা আবিষ্কার!

ছ‌বি: সংগৃহীত

বিদ্যুৎ ছাড়াই কাজ করে এমন এক বিশেষ জানালার মতো যন্ত্র আবিষ্কার করেছেন এমআইটি'র (MIT) প্রকৌশলীরা, যা পৃথিবীর সবচেয়ে শুষ্ক জায়গাগুলো থেকেও সুপেয় পানি সংগ্রহ করতে সক্ষম।

এই নতুন প্রযুক্তিটি দেখতে অনেকটা কালো রঙের জানালার প্যানেলের মতো। এটি কোনো বৈদ্যুতিক শক্তির প্রয়োজন ছাড়াই বাতাস থেকে পানি টেনে আনে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ডেথ ভ্যালির মতো অতিশুষ্ক এলাকাতেও এটি কাজ করে।

যন্ত্রটিতে ব্যবহার করা হয়েছে একটি বিশেষ ধরনের হাইড্রোজেল। এই হাইড্রোজেল রাতের বেলা বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে রাখে এবং দিনের বেলা সূর্যের তাপে সেই আর্দ্রতা থেকে পানি বের করে আনে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ সৌরশক্তি নির্ভর এবং কোনো বাহ্যিক শক্তির প্রয়োজন হয় না।

পরীক্ষামূলকভাবে এই যন্ত্রটি প্রতিদিন ১৬১.৫ মিলিলিটার বিশুদ্ধ পানি উৎপন্ন করতে পেরেছে। গবেষকদের মতে, যদি একটি পরিবারে আটটি প্যানেল ব্যবহার করা হয়, তাহলে তাদের দৈনিক পানীয় জলের চাহিদা মেটানো সম্ভব।

এই উদ্ভাবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এটি পানি বিশুদ্ধ করতে আলাদা কোনো ফিল্টার ব্যবস্থার প্রয়োজন পড়ে না। হাইড্রোজেলের মধ্যে থাকা লবণকে স্থিতিশীল রাখতে খাদ্যমানের গ্লিসারল ব্যবহার করা হয়েছে, যাতে পানি দূষণের কোনো আশঙ্কা না থাকে।

এই প্রযুক্তি সহজেই তৈরি করা যায় এবং খরচও তুলনামূলক কম। ফলে পৃথিবীর যেসব এলাকায় পানির সংকট প্রকট, সেখানে এটি হতে পারে একটি টেকসই সমাধান। বিকেন্দ্রীকৃত এবং গ্রিডের বাইরে পানির উৎস হিসেবেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন পদ্ধতি ভবিষ্যতের পানির সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এবং পানির অবকাঠামো সম্পর্কে আমাদের ধারণায় বড় পরিবর্তন আনতে পারে।

সূত্র: দ্য ব্রাইটার সাইড

এম.কে.

×