ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইইউ পররাষ্ট্রনীতি প্রধানকে ইরানের কড়া জবাব

প্রকাশিত: ১৫:৩১, ৪ জুলাই ২০২৫

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইইউ পররাষ্ট্রনীতি প্রধানকে ইরানের কড়া জবাব

ছবি: সংগৃহীত

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আলোচনার আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ইইউ-এর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস সম্প্রতি এক বিবৃতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে অবিলম্বে আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানান। তবে এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক্সে (আগে টুইটার) দেওয়া বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘যদি ইউরোপীয় প্রতিনিধিরা মনে করেন আলোচনার উদ্দেশ্য হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করা, তবে তা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন।’

তিনি আরও বলেন, এটি পরমাণু অস্ত্র নিষ্ক্রিয়করণ চুক্তি (NPT)-এর মৌলিক নীতির পরিপন্থী। যেখানে প্রতিটি স্বাক্ষরকারী দেশ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি গবেষণা ও ব্যবহারের অধিকার রাখে। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২,২৩১ এবং ২০১৫ সালের পারমাণবিক চুক্তি (JCPOA) অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ভবিষ্যতের যেকোনো আলোচনা যদি একতরফাভাবে চাপ প্রয়োগ কিংবা আন্তর্জাতিক চুক্তির বাইরে পরিচালিত হয়, তাহলে সেখানে ইউরোপীয় ইউনিয়নের অংশগ্রহণ ‘অপ্রাসঙ্গিক ও অর্থহীন’ বিবেচিত হবে।

আরাঘচি অভিযোগ করেন, কাজা কালাস তার বক্তব্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক ইসরায়েলি ও মার্কিন হামলার বিষয়টি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছেন। অথচ ইরানের দৃষ্টিতে এসব হামলা শুধু তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার লঙ্ঘন নয়, বরং আন্তর্জাতিক চুক্তিরও স্পষ্ট অবমাননা।

বিশ্লেষকদের মতে, ইরান এখন একটি দৃঢ় কৌশলগত অবস্থান নিচ্ছে। পশ্চিমা বিশ্বের চাপ প্রত্যাখ্যান করে তারা নিজস্ব সার্বভৌম অধিকার ও বৈধ প্রযুক্তিগত উন্নয়নের ভিত্তিতে আলোচনার একটি নতুন, সম্মানজনক কাঠামো প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছে।

তেহরান বারবার দাবি করছে—তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত এবং এটি জাতিসংঘ ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-র গঠনতন্ত্র অনুযায়ী বৈধ। আন্তর্জাতিক রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে ইরান স্পষ্ট করে দিয়েছে, আলোচনা হলে সেটি হবে সমতা ও সম্মানের ভিত্তিতে—না হলে আপোষের কোনো সুযোগ নেই।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=GORvl6UBdp4

রাকিব

আরো পড়ুন  

×