
রংপুরের তারাগঞ্জ উপজেলায় শুক্রবার (৪ জুলাই) হাড়িয়ারকুঠি ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের এক দরিদ্র কৃষকের ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা ভেঙে ঘরে তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন আনসার ভিডিপির সদস্যরা।
অভাবের সংসারে স্বামী বাইরে থাকায় চরম বিপাকে পড়েছিলেন কৃষক আমিরুল ইসলামের স্ত্রী মোছাঃ জোসনা বেগম। ক্ষেতের ভুট্টা তুলবেন কীভাবে—এই দুশ্চিন্তায় যখন দিশেহারা, তখনই পাশে এসে দাঁড়ান উপজেলার ৪নং হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের আনসার ও ভিডিপির নারী ও পুরুষ সদস্যরা।
ওইদিন সকালে আনসার ভিডিপির হাঁড়িয়ারকুঠি ইউনিয়ন সহকারী কমান্ডার নারায়ণ চন্দ্র রায়ের নেতৃত্বে ১০-১২ জন পুরুষ সদস্য ও ১০-১২ জন নারী সদস্য মিলে ভুট্টা ভেঙে তা ঘরে তুলে দেন। এর আগেও এ ইউনিয়নের আনসার সদস্যরা একজন দরিদ্র কৃষকের ধান কেটে দিয়ে প্রশংসিত হয়েছিলেন।
সুবিধাভোগী কৃষক আমিরুলের স্ত্রী জোসনা বেগম বলেন, “আমার স্বামী বাইরে থাকেন, সংসারে অভাব। ভুট্টা তুলে আনার উপায় না পেয়ে কষ্টে ছিলাম। তখনই আনসার ভাইয়েরা এগিয়ে আসে। তারা আমার ভুট্টা ভেঙে ঘরে দিয়ে গেছে। এই সহযোগিতার জন্য আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।”
ইউনিয়ন সহকারী আনসার কমান্ডার নারায়ণ চন্দ্র রায় জানান, “উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের নির্দেশনায় আমরা এই উদ্যোগ নিয়েছি। এর আগেও আমরা বিনা পারিশ্রমিকে ধান কেটে দিয়েছিলাম। এবারও অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি। নারী সদস্যরাও পুরুষদের সঙ্গে সমানভাবে কাজ করেছেন। ভবিষ্যতেও আমাদের এই এ ধরনের কাজ চলতে থাকবে আশা রাখি।
রাজু