
ছবিঃ সংগৃহীত
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজার সংলগ্ন স্থানে নিজ অর্থায়নে একটি কালভার্ট নির্মাণ করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। নির্মাণ শেষে তিনি কালভার্টটির উদ্বোধন করেন।
আজ ৪ জুলাই (শুক্রবার) বিকেল ৬টার দিকে স্থানীয় শতাধিক মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই কালভার্ট উদ্বোধন করা হয়। প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই কালভার্টটি এলাকার মানুষের জন্য দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনকালে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “কেশবপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা চিন্তা করেই আমি মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কালভার্ট নির্মাণ করেছি। ইনশাআল্লাহ, আগামীর বাউফলে আর কোনো জনদুর্ভোগ থাকবে না। আগামীর বাউফল হবে জনগণের কাঙ্ক্ষিত বাউফল।”
তিনি আরও বলেন, “আগামীর বাউফলে এমপি হবেন জনগণ নিজেরাই। কোনো একজন ব্যক্তি এমপি হবেন না। আমি আপনাদের এমপি হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই। ইনশাআল্লাহ।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইসাহাক, জামায়াতের কেশবপুর ইউনিয়ন সেক্রেটারি আবু দাউদ, কেশবপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. তানজিম, বাউফল উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. লিমন হোসাইনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে একটি কালভার্টের অভাবে মমিনপুর-কেশবপুর এলাকার মানুষকে যাতায়াতে নানা দুর্ভোগ পোহাতে হতো। আজ এই কালভার্ট নির্মাণের ফলে স্থানীয়দের সেই ভোগান্তির অবসান ঘটেছে।
স্থানীয় বাসিন্দা জুবায়ের (৩০) বলেন, “এই কালভার্টের অভাবে স্কুল শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তো। এখন আর কোনো সমস্যা নেই। আমাদের কষ্টের কথা চিন্তা করে এগিয়ে আসায় ড. মাসুদ ভাইকে ধন্যবাদ।”
স্থানীয় ব্যবসায়ী আসাদুজ্জামান (৩৫) বলেন, “একটি কালভার্টের অভাবে বাজারে যাতায়াত কঠিন হয়ে পড়েছিল। এখন আর সেই সমস্যা নেই। আমাদের বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল এটি। এই মহৎ কাজের জন্য ড. মাসুদ স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
মারিয়া