ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

কুয়েত প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে কমিউনিটির মতবিনিময়

বিলাল উদ্দিন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুয়েত

প্রকাশিত: ২৩:০৯, ৪ জুলাই ২০২৫

কুয়েত প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে কমিউনিটির মতবিনিময়

কুয়েতের রাজধানী খাইতানের অভিজাত রেস্টুরেন্ট প্যালেস এ বাংলাদেশ কমিউনিটি কুয়েত কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এই সভায় কুয়েতের বিভিন্ন স্থানে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। যৌথভাবে সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু মনির ও কোরবান আলী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবদুল কুদ্দুস মল্লিক, প্রকৌশলী মোহাম্মদ আতার আলী ও প্রকৌশলী সোলেমান কবির।

এসময় আরও উপস্থিত ছিলেন ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি মোরশেদ আলম ভূঁইয়া, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা মোহাম্মদ আকবর হোসেন, সাংবাদিক আ. হ. জুবেদ, সোহেল রানা এবং কুয়েতের নানা শ্রেণি–পেশার প্রবাসীরা।

সভায় বক্তারা প্রবাসী প্রকৌশলীদের অবদান ও প্রবাসী বাংলাদেশিদের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

মিমিয়া

×