
ছবি: জনকণ্ঠ
মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিক ব্যাবস্থাপনায় হাজারো কোম্পানি রয়েছে যারা অভিবাসী শ্রমিক কর্মচারী নিয়োগ প্রদান করে থাকেন। এসব কোম্পানিতে শতাধিক থেকে শুরু করে সহস্রাধিক কর্মী কাজ করে থাকেন। এসব কর্মী পরিচালনা করতে প্রয়োজনীয় লোকবল সহ মোটা অংকের অর্থ ব্যয় হয়। মালয়েশিয়াতে এই প্রথম এক বাংলাদেশি উদ্যেক্তা তৈরি করেছে সময়োপযোগী অভিবাসী কর্মী ব্যাবস্থাপনা ও পরিচালনায় ডিজিটাল সফটওয়্যার। মূলত এটি আপডেট একাউন্টটিং ইনভেন্টরি ম্যানেজম্যান্ট টুলস্ মানবসম্পদ ব্যাবস্থাপনায় যুগোপযোগী।
এই ছোট সফটওয়্যারটি ডেস্কটপ, ল্যাপটপ কিংবা স্মার্ট ফোনে ইনস্টল করে মাত্র ক্লিকেই একটি কোম্পানির যাবতীয় হিসাব নিকেশ নির্ভুলভাবে পরিচালনা করা সম্ভব। ম্যানুয়ালি পরিচালনা করতে যে রকম লোকবল প্রয়োজন হয় এই সফটওয়্যারটি ব্যবহার করে কম সময়ে কম জনবল দিয়েও সহজেই যাবতীয় হিসাব ও ব্যাবস্থাপনা করা যায়। অনেক সময় মালিক শ্রমিকদের মধ্যে অর্থ লেনদেন নিয়ে ভুল বোঝাবুঝির মত ঘটনা ঘটে। এই সফটওয়্যারটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি (এআই) প্রযুক্তি ব্যবহার করায় ভুল হওয়ার সম্ভাবনা নেই। এই যুগোপযোগী সফটওয়্যারটি বাজারে এনেছেন জে বিডি ইআরপি সলিউশন। এটি বাংলা, ইংরেজি ও মালয় ভাষায় অপারেটিং করা যায়। তাই মালয়েশিয়ান নিয়োগকর্তাদের সময় ও অর্থ বাচাঁতে সফটওয়্যারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে জে বিডি ইআরপি সলিউশন এর স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলম বলেন, এই সফটওয়্যারটির বিশেষত্ব হচ্ছেটএকটি কোম্পানির যাবতীয় প্রোফাইল তৈরিসহ প্রত্যেক কর্মীর আলাদা প্রোফ্রাইল তৈরি হওয়ায় বেতন, ভাতা, কাজের উপস্থিতির সময়, প্রস্থানের সময়, ভিসার মেয়াদ উত্তীর্ণ, লেনদেন এর বিস্তারিত নথিপত্র, কর্মীদের যাবতীয় ব্যাবস্থাপনার তথ্যদি স্বয়ংক্রিয়ভাবে নোর্টিফিকেশন আসে। কোম্পানির মাসিক ও বাৎসরিক আয়-ব্যয়ের হিসাবের ডিটেইলস আসে। এক্ষেত্রে কর্মীদের যাবতীয় তথ্য খাতায় লিখে রাখার প্রয়োজন নেই। ডেস্কটপ ও ল্যাপটপ ও এন্ড্রয়েড মোবাইল হারিয়ে কিংবা নষ্ট হয়ে গেলেও সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষিত থাকে। পরে গোপন পাসওয়ার্ড দিয়ে যাবতীয় তথ্য উদ্ধার করা যায়। তাই সংশ্লিষ্টদের মানবসম্পদ ব্যাবস্থাপনায় সফটওয়্যারটি হবে আদর্শ মাধ্যম।
সফটওয়্যারটি পেতে যোগাযোগ:- জাহাঙ্গীর আলম, মালয়েশিয়া, হোয়াটসএপ +60 11-1633 5373,
আবির