ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

পাগলা মসজিদে প্রতারণা ঠেকাতে অনলাইন ডোনেশন সিস্টেম চালু

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ২০:৪৯, ৪ জুলাই ২০২৫

পাগলা মসজিদে প্রতারণা ঠেকাতে অনলাইন ডোনেশন সিস্টেম চালু

মানত গ্রহণের নামে প্রতারণা ঠেকাতে এবং মানতকারীদের ভোগান্তির অবসানে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ডোনেশন ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইট (www.paglamosque.org) উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক বিকাশ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মসজিদে প্রথম অনলাইন দান হিসেবে ৫ হাজার ৪০০ টাকা অনুদান দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, “অনেক প্রতারক চক্র অনলাইন ব্যাংকিং ব্যবহারের মাধ্যমে পাগলা মসজিদের মানতকারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। এছাড়া দূরের মানুষদের কষ্ট করে এসে মানতের টাকা দিতে হতো। নতুন এই ওয়েবসাইট দেশ-বিদেশের দানকারীদের জন্য অনেক সুবিধা এনে দেবে।”

উদ্বোধনের পর মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, মসজিদ কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া, জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী, আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা সাব্বির আহমেদ রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি ইকরাম হোসাইন প্রমুখ।

প্রসঙ্গত, নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে মানুষ দান করে থাকেন। মসজিদের দানসিন্দুকগুলো খুললেই পাওয়া যায় কোটি কোটি টাকা। নগদ অর্থ ছাড়াও স্বর্ণালংকার, গরু, ছাগল, হাঁস-মুরগি সহ নানা জিনিসও দান করে থাকেন অনেকে। নগদ অর্থ ছাড়া অন্যান্য জিনিস প্রতিদিন আসরের নামাজের পর নিলামে বিক্রি করা হয়।

মিমিয়া

×