ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

২৪ বছরেও সুজন হত্যার ধোঁয়াশা কাটেনি, দৃষ্টান্তমূলক বিচার হবে: কৃষিবিদ পলাশ

সোহাইল আহমেদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ০০:৫২, ৫ জুলাই ২০২৫; আপডেট: ০০:৫৪, ৫ জুলাই ২০২৫

২৪ বছরেও সুজন হত্যার ধোঁয়াশা কাটেনি, দৃষ্টান্তমূলক বিচার হবে: কৃষিবিদ পলাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সাবেক ভিপি, বিএনপি থেকে দুইবার নির্বাচিত সংসদ সদস্য, বাঞ্ছারামপুরের রূপসদী গ্রামের কৃতি সন্তান শাহজাহান হাওলাদার সুজনের মৃত্যুর ২৪ বছর পেরিয়ে গেলেও এখনও পাওয়া যায়নি তার হত্যাকারীদের আসল পরিচয়। ধোঁয়াশাপূর্ণ থেকে গেছে সেই হত্যার ইতিহাস।

বিএনপি ক্ষমতায় গেলে বাঞ্ছারামপুরের এই সাবেক এমপি শাহজাহান হাওলাদার সুজন হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে বলে ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

শুক্রবার (০৪ জুলাই) বিকেলে রূপসদী গ্রামে ‘সুজন স্মৃতি কলেজ’ মাঠে এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ পলাশ বলেন, “মরহুম শাহজাহান হাওলাদার সুজনের এলাকার উন্নয়ন নিয়ে যে স্বপ্ন ও চিন্তা-চেতনা ছিল, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে আমি দলের হয়ে সেগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।”

রূপসদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এইচ.জেড শুকড়ী সেলিম, সহ-সভাপতি এম.এ মতিন।

উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নাহিদ সুলতানা, সহ-সংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য হানিফ, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ সামি, যুবদল নেতা আবু কালাম, মোঃ আল আমিন মিয়া, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম মাঝি, হুমায়ুন কবির মেম্বার, রূপসদী ইউনিয়ন পরিষদের মেম্বার ও মরহুম সুজনের মা হেনা হাওলাদার, সাবেক মেম্বার মনু মিয়া, রূপসদী বিএনপি নেতা আব্দুল আজিজ, যুবদল নেতা মোঃ এরশাদ রানা, মোঃ জামাল চাঁন, মোঃ বাহার উদ্দিন, মোঃ খোকন, মোঃ ফজলুল হক, হুমায়ূন কবির, সালাহউদ্দিন, বাহার উদ্দিন বাহার ও সৌদি প্রবাসী মিয়া মোঃ আলামিন প্রমুখ।

মিমিয়া

আরো পড়ুন  

×