ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বিএনপির কেন্দ্রীয় নেতা আশরাফ

আগামী দিনে আমাদের প্রজন্ম থেকে যেন ভালো ফুটবলার হয়

নিজস্ব সংবাদদাতা, রায়পুরা, নরসিংদী

প্রকাশিত: ২০:৫৮, ৪ জুলাই ২০২৫; আপডেট: ২৩:৫৮, ৪ জুলাই ২০২৫

আগামী দিনে আমাদের প্রজন্ম থেকে যেন ভালো ফুটবলার হয়

ছবিঃ সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শুক্রবার (৪ জুলাই) দুপুরে অনুষ্ঠিত হলো “আদিয়াবাদ উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল খেলা।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে টিম ভোরবেলা (নরসিংদী) ও ফ্রেন্ড সার্কেল স্কুল (আদিয়াবাদ)। জমজমাট এই খেলায় টিম ভোরবেলাকে পরাজিত করে ফ্রেন্ড সার্কেল স্কুল দল চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করে।

খেলা শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, “আমরা বিএনপি পরিবার”-এর উপদেষ্টা এবং নরসিংদী জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

এ সময় তিনি বলেন, আগামী দিনে আমাদের প্রজন্ম থেকে যেন ভালো ফুটবলার হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাদকের থেকে দূরে রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা। স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের এই প্রচেষ্টা।

সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কফিল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, মোহাম্মদ আমজাদ হোসেন ভূঁইয়া, মো. মাহতাব উদ্দিন, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. সাইফুল ইসলাম, তারেক আহমেদ ও মোহাম্মদ নাজমুল হক প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

ইমরান

×