ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ইরানে তিন সপ্তাহ পর আন্তর্জাতিক ফ্লাইট চালু

প্রকাশিত: ২০:৪৩, ৪ জুলাই ২০২৫

ইরানে তিন সপ্তাহ পর আন্তর্জাতিক ফ্লাইট চালু

ইসরাইলের সঙ্গে সংঘাতের কারণে ফ্লাইট স্থগিতের তিন সপ্তাহ পর ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাতের কারণে ফ্লাইট স্থগিতের পর শুক্রবার অন্তত ২১ দিন পর তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করেছে। খবর ইরনার। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ফ্লাইদুবাইয়ের এফজেড১৯৩০ এর একটি বিমান ইরানের বৃহত্তম বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্য দিয়ে ইরানের আকাশসীমা ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসল বলে মনে করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আইআরএনএ জানিয়েছে, আন্তর্জাতিক বিমান চলাচলের মাধ্যমে দেশটির বিমান চলাচল খাতে স্থিতিশীলতা ফিরে আসার ক্ষেত্র তৈরি হয়েছে। যাত্রীদের পূর্ণ নিরাপত্তা দিয়ে বিমান চলাচল শুরু হয়েছে বলেও আইআরএনএ জানিয়েছে। 

প্যানেল

×