
ছবি: সংগৃহীত
বরিশালে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। এর প্রতিবাদে শুক্রবার (৪ জুলাই) রাতে রাজধানীর বিজয়নগরে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ।
মিছিল শুরুর আগে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ না করা হয়, তবে তাদের কোনো কার্যালয় অক্ষত থাকবে না।” তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “সরকার যদি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম বন্ধের উদ্যোগ না নেয়, তাহলে ছাত্রজনতা প্রতিরোধ গড়ে তুলবে। তাদের কোনো কার্যালয়ের একটি ইটও টিকবে না।”
এ সময় তিনি বরিশালে দায়ের করা মামলা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দেন। বলেন, “আপনারা যদি আমাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না করেন, তাহলে গণআন্দোলন আরও তীব্র হবে।”
মশাল মিছিল বিজয়নগর থেকে শুরু হয়ে পুরনো পল্টন মোড় প্রদক্ষিণ করে। মিছিলে জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
সমাপনী বক্তব্যে রাশেদ খান বলেন, “মামলা থাকা সত্ত্বেও সরকার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করেনি। যদি তাকে গ্রেপ্তারে সাহস না দেখানো হয়, তাহলে প্রমাণ হবে—সরকার ভারতকে ভয় পায়।” তবে তিনি স্পষ্ট করে দেন, “গণঅধিকার পরিষদ কোনো ধরণের সহিংসতা চায় না।”
আসিফ