ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

হিন্দুস্তানের তাবেদারী কোনো সরকার আর আসবে না: সরওয়ার আলমগীর

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, চট্টগ্রাম

প্রকাশিত: ২৩:৪৬, ৪ জুলাই ২০২৫; আপডেট: ২৩:৪৯, ৪ জুলাই ২০২৫

হিন্দুস্তানের তাবেদারী কোনো সরকার আর আসবে না: সরওয়ার আলমগীর

ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ার মাঝেও ফটিকছড়ির নাজিরহাটে অনুষ্ঠিত হয়েছে শহীদ স্মরণসভা ও দোয়া মাহফিল। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক, ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক সদস্য এবং দৌলতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহীদ এনামুল হাসানের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করে শহীদ এনাম স্মৃতি সংসদ।

শুক্রবার সন্ধ্যায় নাজিরহাট জেলা পরিষদ মার্কেট মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। সভাপতিত্ব করেন নাজিরহাট পৌর বিএনপির সদস্য এস এম সফিউল আলম।

প্রধান বক্তা ছিলেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌর বিএনপির সদস্য নাছির উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা হাসান কবির ও আমান উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

* ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী

* সাবেক ছাত্রনেতা একেএম মহিউদ্দিন আজম তালুকদার

* চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন

* ফটিকছড়ি উপজেলা কৃষকদলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল

* সিরাজুদ্দৌলাহ্ চৌধুরী দুলাল

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, তাদের মধ্যে ছিলেন: ফয়েজ তারেক, আহমদ রশীদ চৌধুরী, হাসানুল কবির, শহিদুল ইসলাম, হাসানুল করিম ফিকার, গাজী আমান উল্লাহ, মোজাহারুল ইকবাল লাভলু, আরফাত তুষার, কামরুল অপু, প্রিন্স ওমর ফারুক, মহিন উদ্দিন মেসি, এম.এ মাহফুজ, এমদাদুল্লাহ আনসারী, মো. ইমরান ও মোজাম্মেল হক অভি।

প্রধান অতিথি সরওয়ার আলমগীর তাঁর বক্তব্যে বলেন, “ভবিষ্যতে আর কোনো হিন্দুস্তানের তাবেদার সরকার এ দেশে আসবে না।”

আসিফ

আরো পড়ুন  

×