ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি বদলানোর সময় এসেছে কি না, বুঝবেন যেভাবে

প্রকাশিত: ১৪:৪১, ৪ জুলাই ২০২৫; আপডেট: ১৪:৪১, ৪ জুলাই ২০২৫

আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি বদলানোর সময় এসেছে কি না, বুঝবেন যেভাবে

ছবি: সংগৃহীত

 

অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি সাধারণত ২ থেকে ৩ বছর ভালোভাবে চলে। তবে কিছু লক্ষণ দেখলেই বুঝবেন, আপনার ফোনের ব্যাটারি বদলানো দরকার।

যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন:

  • ফোন স্লো হয়ে গেছে:
    অ্যাপ খুলতে সময় লাগে বা ফোনের পারফরম্যান্স কমে গেছে? এ অবস্থায় ব্যাটারি বদল জরুরি হতে পারে।

  • চার্জ ধরে না:
    ফোন ১০০% চার্জ হয় না, দ্রুত চার্জ শেষ হয়ে যায় বা বারবার চার্জ দিতে হয়? এমন হলে ব্যাটারি বদলানো দরকার।

  • চার্জে রাখলে ফোন গরম হয়:
    চার্জের সময় ফোন গরম হয়ে যাচ্ছে বা ফোনের স্ক্রিন/কেস বিকৃত হয়ে গেছে? এতে ব্যাটারি ফুলে যাওয়ার আশঙ্কা থাকে, যা বিপজ্জনক। দ্রুত ব্যাটারি বদলান।

কিভাবে ব্যাটারি স্বাস্থ্য দেখবেন:

Settings > Battery > Battery Usage-এ গিয়ে জানতে পারবেন কোন অ্যাপ বেশি ব্যাটারি খাচ্ছে।

ব্যাটারি টিকিয়ে রাখতে করণীয়:

  • অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন।

  • ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপ চলা বন্ধ করুন।

  • Settings > Battery & device care > View Details থেকে নির্দিষ্ট অ্যাপের ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি সীমিত করুন।

আপনার ফোনে যদি এই সমস্যা থাকে, দ্রুত ব্যাটারি বদল নিয়ে ভাবুন।

আবির

×