ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

আপনার পাসওয়ার্ড কি হ্যাকারদের হাতে উঠেছে? এই ৮ টুলেই মিলবে উত্তর!

প্রকাশিত: ১৬:৩৫, ৪ জুলাই ২০২৫

আপনার পাসওয়ার্ড কি হ্যাকারদের হাতে উঠেছে? এই ৮ টুলেই মিলবে উত্তর!

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে হ্যাকারদের ফোরাম ও ডার্ক ওয়েবে ইতোমধ্যে ১৬ বিলিয়নের বেশি পাসওয়ার্ড ঘুরছে। একটি পাসওয়ার্ড ফাঁস হলেই ঝুঁকিতে পড়তে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ইমেইল, ক্লাউডসহ সবকিছু। তাই দেরি না করে এখনই জেনে নিন আপনার পাসওয়ার্ড সুরক্ষিত আছে কি না।

নিচে রয়েছে ৮টি বিশ্বস্ত ফ্রি টুল, যেগুলো দিয়ে আপনি সহজেই পাসওয়ার্ড লিক হয়েছে কি না জানতে পারবেন।

১. Have I Been Pwned 2.0

কী কাজ করে:
১৫ বিলিয়নের বেশি ব্রিচ ডাটাবেইসে আপনার ইমেইল বা পাসওয়ার্ড খুঁজে দেখে।

কেন ব্যবহার করবেন:
লগইন ছাড়া ইমেইল দিলেই ফলাফল পাবেন।

অতিরিক্ত:

  • একাধিক ইমেইল একসঙ্গে চেক করা যায়।

  • ডেভেলপারদের জন্য API সুবিধা রয়েছে।

২. Google Password Manager + Chrome Safety Check

কী কাজ করে:
গুগল অ্যাকাউন্টে সংরক্ষিত পাসওয়ার্ড স্ক্যান করে ব্রিচ চিহ্নিত করে।

কেন ব্যবহার করবেন:
ক্রোম ব্রাউজার ও অ্যান্ড্রয়েডে বিল্ট-ইন, সহজেই চলবে।

অতিরিক্ত:

  • দুর্বল পাসওয়ার্ডও শনাক্ত করে।

  • সব ডিভাইসে সিঙ্ক হয়।

  • পাসকি ব্যবস্থাপনাও সম্ভব।

৩. Mozilla Monitor

কী কাজ করে:
নতুন কোনো ব্রিচে আপনার ইমেইল আছে কি না, তা জানায়।

কেন ব্যবহার করবেন:
স্বয়ংক্রিয় ইমেইল অ্যালার্ট পাঠায়।

অতিরিক্ত:

  • কোন ডেটা ফাঁস হয়েছে, তাও জানায়।

  • একাধিক ইমেইল যোগ করা যায়।

৪. Microsoft Edge Password Monitor

কী কাজ করে:
এজ ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড ব্রিচ হয়েছে কি না, তা দেখে।

কেন ব্যবহার করবেন:
ব্যাকগ্রাউন্ডে নিজে নিজেই কাজ করে, সঙ্গে অ্যালার্ট দেয়।

অতিরিক্ত:

  • ডেটা গোপন থাকে, শূন্য-জ্ঞানীয় প্রমাণ ব্যবহার করে।

  • ফিশিং ব্লকিং সুবিধা আছে।

৫. Apple Passwords App (iOS 18/macOS 15)

কী কাজ করে:
আপনার আইফোন, আইপ্যাড বা ম্যাকে সেভ করা পাসওয়ার্ড স্ক্যান করে।

কেন ব্যবহার করবেন:
অ্যাপল ডিভাইসে বিল্ট-ইন, সহজে কাজ করে।

অতিরিক্ত:

  • দুর্বল, সহজে অনুমানযোগ্য বা রিপিট পাসওয়ার্ড শনাক্ত করে।

  • ফেস আইডি বা টাচ আইডির মাধ্যমে সুরক্ষা নিশ্চিত করে।

৬. Bitwarden Vault Health Reports

কী কাজ করে:
আপনার সব পাসওয়ার্ড স্ক্যান করে দুর্বল বা ফাঁস হওয়া পাসওয়ার্ড শনাক্ত করে।

কেন ব্যবহার করবেন:
সম্পূর্ণ প্রাইভেসি ফোকাসড, সব ডেটা এনক্রিপ্টেড থাকে।

অতিরিক্ত:

  • ফ্রি ব্রিচ চেক সুবিধা।

  • পূর্ণ হেলথ রিপোর্ট পেতে পেইড অপশন রয়েছে।

  • CLI সাপোর্ট ও সেল্ফ-হোস্টিং সুবিধা।

৭. 1Password Watchtower

কী কাজ করে:
আপনার পাসওয়ার্ড ব্রিচ, দুর্বলতা ও ডুপ্লিকেট চিহ্নিত করে।

কেন ব্যবহার করবেন:
মাল্টি-প্ল্যাটফর্মে রিয়েল টাইম অ্যালার্ট দেয়।

অতিরিক্ত:

  • ক্রেডিট কার্ড লিক, 2FA মেয়াদ শেষসহ অনেক কিছুই জানায়।

  • ট্রাভেল মোডে নিরাপদ ডেটা লুকানো যায়।

৮. NordPass Data Breach Scanner

কী কাজ করে:
ডার্ক ওয়েব স্ক্যান করে আপনার ইমেইল, পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড তথ্য খুঁজে বের করে।

কেন ব্যবহার করবেন:
একটানা নজরদারি চালায় ও সহজ অ্যাকশন প্ল্যান দেয়।

অতিরিক্ত:

  • ফোন নম্বর, ডোমেইন, ক্রেডিট কার্ডও মনিটর করে।

  • ঝুঁকির মাত্রা দেখায় গ্রাফে।

এই সব টুল একদম ফ্রি এবং নিরাপদ। কোনো বিশেষ দক্ষতা ছাড়াই এগুলো ব্যবহার করা যাবে। দেরি না করে এখনই চেক করুন, বিপদে পড়ার আগেই সাবধান হন।

আবির

×