ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বিশ্বের সর্বাধিক অনূদিত বই কোনটি? শীর্ষ ১০ অনুবাদিত বইয়ের তালিকা 

প্রকাশিত: ১২:৪৯, ৪ জুলাই ২০২৫

বিশ্বের সর্বাধিক অনূদিত বই কোনটি? শীর্ষ ১০ অনুবাদিত বইয়ের তালিকা 

ছবি: সংগৃহীত

বিশ্বে সর্বাধিক অনূদিত বই হলো বাইবেল। এটি আংশিক বা সম্পূর্ণরূপে অনূদিত হয়েছে ৩,৬০০টিরও বেশি ভাষায়। ধর্মীয় মিশনের উদ্দেশ্যে বাইবেলের অনুবাদ সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে, যা একে ইতিহাসের সবচেয়ে বেশি পঠিত ও বিতরণকৃত বইয়ে পরিণত করেছে।

অনুবাদ প্রক্রিয়া আমাদের কাছে পরিচিত হলেও, অবাক করার মতো বিষয় হলো—বিশ্বের প্রথম অনুবাদ হয়েছিল ২,০০০ বছরেরও বেশি আগে। “Translation” শব্দটি এসেছে লাতিন শব্দ translatio থেকে, যার অর্থ “এপার থেকে ওপারে বহন করা”। এই বহনই সংস্কৃতির গল্পকে পৌঁছে দেয় ভিন্ন ভিন্ন পাঠকের কাছে।

অনুবাদ সাহিত্যের মাধ্যমে ভিন্ন দেশের সাহিত্য, চিন্তাধারা ও কণ্ঠস্বর পৌঁছে যায় বিশ্বের প্রতিটি প্রান্তে। একে বাদ দিলে, কোটি কোটি পাঠক বঞ্চিত হতেন শ্রেষ্ঠ সাহিত্যকর্মের স্বাদ নেওয়া থেকে।

চলুন দেখে নিই বিশ্বের শীর্ষ ১০টি সর্বাধিক অনূদিত বইয়ের তালিকা—

বিশ্বের সবচেয়ে বেশি অনূদিত বইয়ের তালিকা (উৎস: Transpalm):
ক্রমিক    বইয়ের নাম    অনুবাদিত ভাষার সংখ্যা    বিশেষ তথ্য
১-বাইবেল (৩,৩৫০+ )ইতিহাসের সবচেয়ে অনূদিত ধর্মগ্রন্থ; আংশিকভাবে ৩,৩৫০+ ভাষায়, সম্পূর্ণরূপে ৭০০+ ভাষায়
২-দ্য লিটল প্রিন্স (৩৮০–৬০০)অঁতোয়ান দ্য সেন্ট-এক্সুপেরির লেখা, কাব্যিক গল্প ও দার্শনিক উপস্থাপনার জন্য জনপ্রিয়
৩-দ্য অ্যাডভেঞ্চারস অব পিনোকিও (২৬০)    কাঠের পুতুল পিনোকিওর বাস্তব মানুষ হওয়ার আকাঙ্ক্ষার গল্প
৪-তাও তে চিং    (২৫০)লাওৎসির দার্শনিক গ্রন্থ, প্রকৃতি ও সরলতার উপর গুরুত্ব
৫-অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড    (১৭৪) লুইস ক্যারলের বিখ্যাত শিশু সাহিত্য, যুক্তিহীন জগতের রঙিন কল্পনা
৬-ডন কিহোতে (১৪০)    মিগেল দে সার্ভান্তেসের লেখা, আধুনিক উপন্যাসের সূচনা
৭-আন্ডারসেন’স ফেয়ারি টেলস (১২৯+)হ্যান্স ক্রিশ্চিয়ান আন্ডারসেনের রূপকথা, যেমন "দ্য লিটল মারমেইড"
৮-দ্য প্রফেট (১০০+ )খলিল জিবরানের কাব্যগ্রন্থ, জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা
৯-হ্যারি পটার সিরিজ (৮০+)    জে. কে. রাওলিংয়ের রচিত, যাদুকরী জগতের জনপ্রিয় সিরিজ
১০-দ্য অ্যালকেমিস্ট (৮০+) পাওলো কোয়েলোর আত্ম-উন্নয়নমূলক উপন্যাস, স্বপ্ন অনুসরণের বার্তা দেয়

বাইবেল: ইতিহাসের সর্বাধিক অনূদিত বই
বাইবেলকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অনূদিত বই হিসেবে ধরা হয়। নিউ টেস্টামেন্ট অনূদিত হয়েছে ২,০০০+ ভাষায়, আর সম্পূর্ণ বাইবেল (ওল্ড ও নিউ টেস্টামেন্ট মিলিয়ে) রয়েছে প্রায় ৭০০ ভাষায়।

এই ধর্মগ্রন্থে রয়েছে ইতিহাস, কবিতা, ভবিষ্যদ্বাণী এবং পত্রলেখা। বাইবেলের গল্পগুলো যেমন মূসা, দাউদ বা যিশু—এরা যুগ যুগ ধরে সাহিত্যে, শিল্পে ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে।

একটি আকর্ষণীয় তথ্য হলো—বাইবেলের প্রাচীনতম পান্ডুলিপি খণ্ড পাওয়া গেছে খ্রিস্টপূর্ব ২য় শতকে।
 

নোভা

×