
ছবি: সংগৃহীত
গোপন ক্যামেরা শনাক্তে এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনই হতে পারে কার্যকর অস্ত্র। প্রযুক্তির সহজ ব্যবহারেই গোপন ক্যামেরা বা আড়ি পাতার ডিভাইস খুঁজে বের করা সম্ভব। কীভাবে আপনার ফোন ব্যবহার করে লুকানো ক্যামেরা শনাক্ত করবেন, চলুন জেনে নিই।
ক্যামেরা অ্যাপ ব্যবহার করে শনাক্তকরণ
গোপন ক্যামেরার অনেকগুলোই ইনফ্রারেড (IR) আলো ব্যবহার করে, যা খালি চোখে দেখা যায় না। তবে মোবাইল ফোনের ক্যামেরা সেই আলো শনাক্ত করতে পারে।
প্রথমে ফোনের ক্যামেরা অ্যাপ চালু করুন। তারপর সন্দেহজনক জায়গাগুলোতে ক্যামেরা ঘুরিয়ে স্ক্যান করুন। কোনো জায়গায় যদি হঠাৎ নীলচে সাদা বা বেগুনি আলোর ঝলকানি চোখে পড়ে, তাহলে সেটি গোপন ক্যামেরার ইঙ্গিত হতে পারে।
বিশ্বাস না হলে, আগে টিভি রিমোট দিয়ে পরীক্ষা করুন। রিমোটের বোতাম চাপলে ক্যামেরায় ইনফ্রারেড আলো দেখা গেলে পদ্ধতিটি কার্যকর কিনা বুঝতে পারবেন।
ওয়াই-ফাই স্ক্যান করে শনাক্তকরণ
যদি ক্যামেরা কোথায় আছে তা বুঝতে না পারেন, তবে ওয়াই-ফাই স্ক্যানিং হতে পারে কার্যকর পদ্ধতি।
ওয়াই-ফাই স্ক্যানার অ্যাপ ব্যবহার করুন, যেমন ‘Fing’। অ্যাপটি সংশ্লিষ্ট ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত থাকা সব ডিভাইস শনাক্ত করে, যার মধ্যে লুকানো ক্যামেরাও থাকতে পারে। এ জন্য প্রথমে ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হতে হবে। তারপর অ্যাপ চালিয়ে স্ক্যান শুরু করুন।
এ ছাড়া, সরাসরি ফোনের সেটিংস থেকেও ওয়াই-ফাই স্ক্যান করতে পারেন।
সেটিংসে গিয়ে ‘নেটওয়ার্ক ও ইন্টারনেট’ বা ‘কনেকশনস’ অপশনে যান। তারপর ওয়াই-ফাই অপশন বেছে নিন।
এরপর চারপাশে ঘুরে ঘুরে কাছাকাছি থাকা ওয়াই-ফাই নেটওয়ার্কগুলো খেয়াল করুন।
কোনো নেটওয়ার্কের নাম যদি ‘cam’ বা ‘camera’ ধরনের কিছু থাকে, সেটি সন্দেহজনক হতে পারে।
তবে মনে রাখবেন, সব ক্যামেরা ওয়্যারলেস নয়, আর সব ডিভাইসও এভাবে ধরা পড়বে না। তবু এটা প্রাথমিক শনাক্তে কার্যকর পদ্ধতি।
সতর্কতা:
যদি কোনো গোপন ক্যামেরা বা ডিভাইস শনাক্ত হয়, তা নিজে খুলবেন না। নিরাপত্তার জন্য পুলিশে রিপোর্ট করুন। নিজেকে নিরাপদে রাখুন এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নিন।
গোপন ক্যামেরা শনাক্তে সচেতনতা আর প্রযুক্তি ব্যবহারই হতে পারে সবচেয়ে বড় প্রতিরক্ষা।
আবির