ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

২৪ এর গণঅভ্যুত্থানে নারী

‘পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা’

প্রকাশিত: ১৪:৩২, ৪ জুলাই ২০২৫

‘পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা’

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারীদের সাহসিকতা ও দৃঢ়তা বিশেষভাবে দাগ কাটে। রাজপথে নেমে আসা নারীরা নিজেদের বক্তব্যে স্পষ্ট করেন, ভয় বা দমন-পীড়নে তাদের থামানো যাবে না।

একজন নারী বলেন, “কতজনের মুখ বন্ধ করবেন? একজনকে আটকালে, দশজন দাঁড়াবে। দশজনকে থামালে, হাজারো মানুষ রাস্তায় নামবে। প্রয়োজনে ১৮ কোটি মানুষই একসঙ্গে রাস্তায় নামবে।”

আরেকজন নারী জানান, আন্দোলনের জন্য পরিবারকেও প্রস্তুত করে রেখেছিলেন তিনি। তার কথায়, “বাবাকে বলে এসেছি— যদি মৃত্যুবরণ করি, আমার লাশ যেন রাস্তা থেকে কেউ না তোলে।”

আরেকজন নারী শিক্ষার্থী বলেন, "বহু সুযোগ ছিল পিছনে ফিরে আসার। এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নাই। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা।”

একজন শিক্ষার্থী সরাসরি দাবি করেন, "দেশ চালায় কে? শেখ হাসিনা? শেখ হাসিনাকে লাত্থি মেরে বের করেন এখন।"

এই নারীদের বক্তব্যগুলো সে সময়ের আন্দোলনে নারীদের অসামান্য দৃঢ়তা ও আত্মত্যাগের প্রতিচ্ছবি হয়ে উঠে।

আবির

×