ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বিএনপির আহবায়ক কমিটি ঘোষণার পরদিনই ২ নেতাকে অব্যাহতি

মিজানুর রহমান মিজান, চিলমারী, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৮:২৫, ৪ জুলাই ২০২৫

বিএনপির আহবায়ক কমিটি ঘোষণার পরদিনই ২ নেতাকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সদ্যঘোষিত কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির দুই নেতাকে আহ্বায়ক কমিটি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 
অব্যাহতি প্রাপ্তরা হলেন-চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন এবং সাবেক উপজেলা যুবদল সভাপতি আবু সাইদ হোসেন পাখি।

চিঠিতে উল্লেখ করা হয়, দলের আনুগত্য না মানা, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং চিলমারী উপজেলা যুবদলের সদস্যসচিব রুহুল আমিন জিয়াকে মারাত্মক জখম করা এবং সেই সঙ্গে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে সদ্যঘোষিত চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ হোসেন পাখি ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন সরকার শিরিনকে পদ থেকে অব্যহতি প্রদান করা হলো।

উপজেলা বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ হোসেন পাখি বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ভিত্তিহীন। এর সঙ্গে আমাদের কেউ জড়িত না। তদন্ত না করেই জেলা কমিটির এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ‘সাংগঠনিক প্রক্রিয়ায় কমিটি দেয়া হয়েছে। আহ্বায়ক কমিটিতে সবাইকে জায়গা দেয়ার সুযোগ নেই। গণতান্ত্রিক উপায়ে পরবর্তী সময়ে কমিটি গঠন করা হবে, সেখানে অনেকে জায়গা পাবে। এর মধ্যে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে দুজনকে কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পরবর্তিতে এর চেয়েও কঠোর সিদ্ধান্ত আসতে পারে।’

 

রাজু

×