
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের কাকরদা গ্রামে সড়কের উপর গাছের সাঁকো নির্মাণ করে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সড়কটি যুগের পর যুগ ধরে বেহাল অবস্থায় থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় স্থানীয়রা গাছের ডালপালা ও গাছ দিয়ে অস্থায়ী সাঁকো তৈরি করেছেন। এই মাটির সড়কটি কাকরদা গ্রাম হয়ে ভোজ মহল গ্রামের সাথে সংযোগ হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন ২ গ্রামের হাজারো মানুষ চলাচল করে। বর্ষা মৌসুমে এই সড়কে হাজারো মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাঁচা মাটির সড়কটিতে দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সমতল ভূমির সাথে মিশে গেছে। এখন সড়কটি খানা-খন্দে ভরে গেছে। বর্ষা মৌসুমে হাটু পানি আর কাদায় রাস্তাটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়ে। বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেরাই গাছের গুঁড়ি ও গাছ দিয়ে সাঁকো তৈরি করে চলাচলের ব্যবস্থা করেছেন।
কাকরদা গ্রামের বাসিন্দা মো. বারেক বলেন, রাস্তাটির এমন করুণ অবস্থা দেখে আমরা আর চুপ থাকতে পারিনি। বাধ্য হয়ে নিজেরাই চাঁদা তুলে সাঁকো বানিয়েছি, না হলে গ্রামের মানুষ, বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রী ও রোগীরা কষ্ট পেত।
এ বিষয়ে ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, এই সড়কটিতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একাধিক বার মাটির কাজ করা। নতুন কোন প্রকল্প পেলে ইট সোলিং করা হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কার করে স্থায়ী সমাধান না করলে ভবিষ্যতে এই সড়কে জনদুর্ভোগ আরো বেড়ে যাবে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: হাসনাইন আহমেদ বলেন, ফরিদপুর ইউনিয়নের কাকরদা গ্রামের সড়কের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিফাত