ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সীতাকুণ্ডে ‘মিডিয়া ফর ক্লিন এয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

আশরাফ উদ্দিন, সীতাকুণ্ড, চট্টগ্রাম

প্রকাশিত: ১৮:৩২, ৪ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৩২, ৪ জুলাই ২০২৫

সীতাকুণ্ডে ‘মিডিয়া ফর ক্লিন এয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘মিডিয়া ফর ক্লিন এয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি’ বিষয়ক একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

পরিবেশ ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে গণমাধ্যমের ভূমিকা জোরদার করার লক্ষ্য নিয়ে এই আয়োজনটি সম্পন্ন করে উই ক্যান কক্সবাজার, একটি যুবনেতৃত্বাধীন পরিবেশবান্ধব সংগঠন। এতে সার্বিক সহযোগিতা করেন ইয়ুথ ফর কেয়ার ও বেসরকারি উন্নয়ন সংস্থা দ্য আর্থ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব-এর সীতাকুণ্ড প্রতিনিধি সোলায়মান মেহেদী হাসান। সভায় সীতাকুণ্ড অঞ্চলের পরিবেশগত চ্যালেঞ্জ, শিল্প দূষণ, বায়ুদূষণের বাস্তবতা ও নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরা হয়।

মূল সেশনটি পরিচালনা করেন উই ক্যান কক্সবাজার-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওমর ফারুক। সহযোগী হিসেবে ছিলেন চট্টগ্রাম সমন্বয়ক ইফতিয়াজ উদ্দিন ইফতি, ট্রেজারার শেখ ওয়াহিদা রহমান ঐশী এবং সংগঠনের সদস্যবৃন্দ।

আলোচনায় অংশগ্রহণকারী সাংবাদিকদের পরিবেশবিষয়ক প্রতিবেদন প্রকাশে উৎসাহ দিতে ও তাঁদের অবদানকে সম্মান জানাতে প্রেস ক্লাবের ১০ জন প্রতিনিধিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও তরুণ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এই আলোচনাসভায় বক্তারা জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ এবং জ্বালানি সংকটের এই সময়ে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ পরিবেশগত ন্যায্যতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখতে পারে। তারা আশা প্রকাশ করেন, সাংবাদিকরা তথ্যভিত্তিক ও প্রভাবশালী প্রতিবেদন তৈরি করে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

ইমরান

×