ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

খানসামায় পানিতে ডুবে ১৯ মাসের শিশুর মৃত্যু

মোঃ লায়ন ইসলাম, খানসামা, দিনাজপুর

প্রকাশিত: ১৮:৩৭, ৪ জুলাই ২০২৫

খানসামায় পানিতে ডুবে ১৯ মাসের শিশুর মৃত্যু

ছবিঃ প্রতীকী অর্থে

দিনাজপুরের খানসামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (১৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনিয়া ডাক্তার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সিয়াম হোসেন ওই এলাকার মো. জাকিউল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অগোচরে শিশুটি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেয়। ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে পরিবার ও অভিভাবকদের আরও বেশি সতর্ক ও সচেতন থাকা জরুরি।”

ইমরান

×