
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, গত বছরের জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেশের মা-বোনেরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে আসেন।
ভিডিওর ক্যাপশনে হাসনাত আবদুল্লাহ লিখেছেন—
“এই রাজপথের সবচেয়ে দুর্জয় শক্তি, আমাদের সবচেয়ে বড় মনোবল আমাদের মায়েরা, বোনেরা। সন্তানের হাতে হাত রেখে যখন মা নেমে আসেন রাজপথে, তখন পরাজয় পিছু হটে! সেই সন্তানেরা কিভাবে বিজয় না ছিনিয়ে ঘরে ফিরতে পারে।”
ভিডিওতে দেখা যায়, আন্দোলনের সময় নারীরা রাজপথে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এবং আন্দোলনকারীদের সঙ্গে একসঙ্গে এগিয়ে যাচ্ছেন।
আবির