ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে আপন ভাই বোনের মৃত্যু

হীরা আহমেদ জাকির, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৮:৫০, ৪ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৫১, ৪ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে আপন ভাই বোনের মৃত্যু

ছবি: জনকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে আপন দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে স্বজন ও স্থানীয়রা।শুক্রবার (০৪ জুলাই) সকালে পৌর এলাকার ভাদুঘর শান্তিনগর এলাকার একটি ডোবা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলো শান্তিনগর এলাকার আক্কাস মিয়ার ছেলে মো. হোসাইন (১১) ও তার বোন জিন্নাত (৮)।

 

 

বৃহস্পতিবার দুপুরে শাপলা তোলার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফিরেনি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে ডোবাতে দু’জনের লাশ ভেসে উঠলে স্থানীয়রা সেখান থেকে তুলে মরদেহ বাড়িতে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন।

ছামিয়া

×