ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সাদিক কায়েম

আন্দোলনের যে ভাষাগুলো ছিল সেগুলোকে আমরা সার্বজনীন করার চেষ্টা করেছি

প্রকাশিত: ১৫:২৬, ৪ জুলাই ২০২৫

আন্দোলনের যে ভাষাগুলো ছিল সেগুলোকে আমরা সার্বজনীন করার চেষ্টা করেছি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম জানিয়েছেন, ২০২৪ সালের ছাত্র আন্দোলনে তাদের অন্যতম লক্ষ্য ছিল আন্দোলনের ভাষাকে ‘সার্বজনীন’ রাখা, যাতে সব শ্রেণি-পেশার মানুষ সহজে সম্পৃক্ত হতে পারেন।

তিনি বলেন, “২৪ সালের ছাত্রজনতার অভ্যুত্থানে আমাদের আন্দোলনের ভাষাগুলো আমরা সর্বজনগ্রাহ্য করার চেষ্টা করেছি। যখনই কোনো কর্মসূচি ঠিক করতাম, আমরা সব অংশীজনের বিষয় বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতাম।”

তিনি আরও বলেন, “প্রথমে যখন কোটা সংস্কার আন্দোলন চলছিল, তখন বাংলা ব্লকেডসহ স্মারকলিপির ভাষাগুলোও আমরা এমনভাবে ঠিক করেছিলাম, যাতে তা সবাই সহজে বুঝতে পারেন।”

সাদিক কায়েম জানান, সবচেয়ে কঠিন সময় ছিল ১৯ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে। সে সময়ও আন্দোলনের বিভিন্ন ঘোষণায় এমন শব্দ ব্যবহার করা হয়েছে, যা সবাইকে ঐক্যবদ্ধ করে আন্দোলনে সম্পৃক্ত রাখে।

তিনি বলেন, “আমরা চেষ্টা করেছি এমন ভাষা ব্যবহার করতে, যাতে কারও প্রতি বিদ্বেষ সৃষ্টি না হয়, বরং সবাই নিজেদের এই আন্দোলনের অংশ মনে করেন।”

আবির

×