
ছবি: সংগৃহীত
গত বছরের (২০২৪) ৩ আগস্টের ঘটনা। রাজধানীর সুপ্রিমকোর্ট থেকে বের হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে যাচ্ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পথে তিনি দেখতে পান, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের গ্রেফতার করছে পুলিশ।
এই দৃশ্য তাঁকে গভীরভাবে নাড়া দেয়। মুহূর্তেই তিনি শিক্ষার্থীদের দিকে এগিয়ে যান এবং সাহসিকতার সঙ্গে পুলিশের বাধা অগ্রাহ্য করে সরাসরি বলেছিলেন,
“আমাকে গ্রেফতার করুন, তবুও শিক্ষার্থীদের ছেড়ে দিন।”
ঘটনার সময় উপস্থিত অনেকেই তাঁর এই সাহসিকতায় বিস্মিত হন।
উল্লেখ্য, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য।
আবির