
ছবিঃ সংগৃহীত
বিগত ফ্যাসিস্ট আমলে মানুষের উপর অন্যায়-জুলুম চালানো কোনো ব্যক্তি বিএনপির চলমান নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে আবেদন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বোদা মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, "যারা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে দাঁড়িয়েছিল, সেই প্রকৃত গণতন্ত্রের যোদ্ধাদের জন্যই বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম।"
বোদা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু।
এ সময় পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল, কৃষকদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইমরান