
ছবিঃ সংগৃহীত
২০২৫ সালে প্রযুক্তি বিশ্বে মিলিটারি-গ্রেড স্মার্টফোনের চাহিদা বহুগুণে বেড়ে গেছে। উন্নত নিরাপত্তা, চরম টেকসইতা এবং দুর্যোগপূর্ণ পরিবেশে কার্যক্ষমতা বিবেচনায় প্রযুক্তিপ্রেমীদের জন্য বাজারে এসেছে একাধিক অত্যাধুনিক ফোন। সম্প্রতি প্রকাশিত একটি বিশ্লেষণে দেখা গেছে, VERTU Quantum Flip এই তালিকার শীর্ষস্থান অধিকার করেছে। টাইটেনিয়াম বডি, AI-চালিত ক্যামেরা, ত্রিমুখী ফিঙ্গারপ্রিন্ট সুরক্ষা এবং কোয়ান্টাম এনক্রিপশনের মতো বৈশিষ্ট্য এটিকে অনন্য করে তুলেছে।
তালিকার অন্যান্য ফোনগুলোর মধ্যে রয়েছে Samsung Galaxy XCover 7, CAT S75, Doogee V Max Plus, Oukitel WP39 Pro, Ulefone Armor 22, ThinkPhone 25 by Motorola এবং Fossibot F102। প্রতিটি ফোনই MIL‑STD‑810G/H এবং IP68/IP69K রেটিং প্রাপ্ত, যা এসব ডিভাইসকে পানি, ধুলো এবং ধাক্কা প্রতিরোধে সক্ষম করে তোলে। অনেক ফোনেই গ্লাভস পরে ব্যবহারযোগ্য ডিসপ্লে, স্যাটেলাইট মেসেজিং এবং অত্যাধুনিক GPS অন্তর্ভুক্ত করা হয়েছে, যা মাঠ পর্যায়ে বা দুর্যোগ মোকাবেলায় কাজ করার জন্য উপযোগী।
বিশেষভাবে নজরকাড়া মডেলগুলোর মধ্যে Doogee V Max Plus রয়েছে ২২,০০০ mAh বিশাল ব্যাটারিসহ, যা টানা কয়েক দিন ব্যবহার করা সম্ভব করে। অন্যদিকে, ThinkPhone 25 নজর কেড়েছে এর হালকা ডিজাইন, Wi-Fi 6E ও ৬৮W সুপার চার্জিং ফিচার দিয়ে। যারা দীর্ঘমেয়াদে ফোনের কার্যকারিতা এবং সুরক্ষা দুটোই নিশ্চিত করতে চান, তাদের জন্য এই তালিকার যেকোনো মডেল হতে পারে নির্ভরযোগ্য সঙ্গী।
বিশ্লেষকরা বলছেন, রাগড স্মার্টফোন বাজার ২০৩২ সালের মধ্যে ২৫.৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে, যেখানে বর্তমানে এর আকার ১৫.৫ বিলিয়নের কাছাকাছি। এই বাজারে বার্ষিক গড় প্রবৃদ্ধি হবে ৮.১ শতাংশ। অর্থাৎ, ভবিষ্যতে আরও শক্তিশালী, নিরাপদ এবং বহুমুখী ব্যবহারযোগ্য স্মার্টফোনের চাহিদা বাড়তে থাকবে।
যারা সামরিক, জরুরি সেবা বা অ্যাডভেঞ্চার-ভিত্তিক পেশায় রয়েছেন, তাদের জন্য ২০২৫ সালের এই স্মার্টফোন তালিকা নিঃসন্দেহে একটি কার্যকর গাইড হিসেবে কাজ করবে। তবে সবার আগে নজর রাখার মতো ফোন হলো VERTU Quantum Flip—যা প্রযুক্তি এবং গ্ল্যামারের এক অসাধারণ মিশেল।
মারিয়া