ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

মানুষের মনোজগতে এআই (AI) এর যে প্রভাব নিয়ে উদ্বেগ!

প্রকাশিত: ০৯:৩৪, ৪ জুলাই ২০২৫; আপডেট: ০৯:৩৫, ৪ জুলাই ২০২৫

মানুষের মনোজগতে এআই (AI) এর যে প্রভাব নিয়ে উদ্বেগ!

ছবি: সংগৃহীত

দিন দিন মানুষের জীবনে আরও গভীরভাবে জায়গা করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। থেরাপি থেকে শুরু করে বন্ধু বা কোচের মতো ভূমিকা, নানাভাবে মানুষ এখন জেনারেটিভ এআই ব্যবহার করছে। কিন্তু মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত এআই ব্যবহারের ফলে মানুষের মানসিক স্বাস্থ্যে পড়তে পারে গুরুতর প্রভাব।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, যখন এআই টুলগুলোর সঙ্গে আত্মহত্যার প্রবণতা থাকা মানুষের কথোপকথন অনুকরণ করা হয়, তখন টুলগুলো প্রয়োজনীয় সাহায্যের বদলে তাদের আত্মহননের পরিকল্পনা করতেও অজান্তেই সহায়তা করেছে।

স্ট্যানফোর্ডের নিকোলাস হ্যাবার বলেন, “এখন এআই কেবল বিনোদন বা কাজের জন্য নয়, মানুষ সঙ্গী, থেরাপিস্ট এমনকি আত্মবিশ্বাসের জায়গা হিসেবেও ব্যবহার করছে। আর এটা ছোটখাটো নয়, ব্যাপক আকারে ঘটছে।”

মনোরোগ বিশেষজ্ঞরা উদ্বিগ্ন যে, মানুষের চিন্তায় সমস্যা থাকলে এআই মডেলগুলো সেই ভুল ধারণাকেই আরও জোরদার করছে। কারণ, এআই ব্যবহারকারীর কথা সহজে মেনে চলে, প্রায়ই চ্যালেঞ্জ না করে বন্ধুর মতো সায় দেয়।

স্ট্যানফোর্ডের সহকারী অধ্যাপক জোহানেস আইচস্টাড বলেন, “মনের রোগ যেমন স্কিজোফ্রেনিয়ার রোগী বাস্তববিমুখ কথা বলতে পারে। আর বড় ভাষার মডেল (LLM) সেগুলোকে দ্বিধাহীনভাবে সমর্থন করতে পারে।”

ওরেগন স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী রেগান গুরুঙ্গ বলেন, “এআই মডেল মানুষের কথার সাথেই আরও কথার যোগান দিতে থাকে, ফলে ভুল ধারণা বা অযৌক্তিক চিন্তাই আরও শক্তিশালী হয়ে ওঠে।”

সম্প্রতি জনপ্রিয় কমিউনিটি প্ল্যাটফর্ম রেডিটে এমন ঘটনাও ঘটেছে – কিছু ব্যবহারকারী বিশ্বাস করতে শুরু করেছেন যে এআই তাদের ‘ঈশ্বর’ বা তাদের ঈশ্বরসদৃশ ক্ষমতা দিচ্ছে। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু এখনও এআই এবং মানুষের মানসিক স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে বিস্তারিত গবেষণা হয়নি, তাই ব্যবহারকারীদের সচেতন থাকতে হবে এবং প্রয়োজনে পেশাদার সাহায্য নিতে হবে।

সূত্র:  আলজাজিরা

আঁখি

×