ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

আপনিও কি এই অ্যাপগুলো ব্যবহার করেন? আজই ফোন থেকে মুছে ফেলুন!

প্রকাশিত: ১৫:০০, ৪ জুলাই ২০২৫

আপনিও কি এই অ্যাপগুলো ব্যবহার করেন? আজই ফোন থেকে মুছে ফেলুন!

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় ধরনের নিরাপত্তা সতর্কতা এসেছে। বেশ কিছু ভিপিএন অ্যাপ গোপনে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চীনে পাঠাচ্ছে বলে নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে। এসব অ্যাপ আইফোন এবং আন্ড্রয়েড—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে।

Tech Transparency Project (TTP)-এর গবেষণায় বলা হয়েছে, ২০২৪ সালের মার্কিন অ্যাপ স্টোরে শীর্ষ ১০০ ফ্রি ভিপিএন অ্যাপের মধ্যে অন্তত ২০টির মালিকানা রয়েছে চীনের হাতে। এসব অ্যাপের বেশিরভাগই মালিকানা লুকিয়ে রেখেছে এবং অনেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত।

ভিপিএন অ্যাপ ব্যবহারকারীদের সমস্ত ইন্টারনেট ডেটা নিজেদের সার্ভারে নিয়ে নেয়। ফলে এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর অবস্থান, ব্রাউজিং হিস্ট্রি, এমনকি ব্যক্তিগত বার্তা পর্যন্ত নজরদারি করা সম্ভব হয়। সবচেয়ে বড় বিষয়, চীনের আইন অনুযায়ী সেসব কোম্পানিকে সরকারের সঙ্গে তথ্য শেয়ার করতেই হবে।

TTP জানিয়েছে, অ্যাপ স্টোর ও প্লে স্টোর এখনো চীনা মালিকানাধীন এসব ভিপিএন অ্যাপ সরায়নি। যদিও অ্যাপল ও গুগল উভয়ই বলছে, তারা কঠোর নীতিমালা অনুসরণ করে এবং ব্যবহারকারীদের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর।

যেসব VPN অ্যাপ নিয়ে সতর্কতা দেওয়া হয়েছে

অ্যাপল অ্যাপ স্টোর:

  • X-VPN

  • Ostrich VPN

  • VPN Proxy Master

  • Turbo VPN

  • VPNIFY

  • VPN Proxy OvpnSpider

  • WireVPN

  • Now VPN

  • Speedy Quark VPN

  • AppVPN

  • HulaVPN

  • Pearl VPN

গুগল প্লে স্টোর:

  • Turbo VPN

  • VPN Proxy Master

  • X-VPN

  • Speedy Quark VPN

  • vpnify

  • Ostrich VPN

  • Snap VPN

  • Signal Secure VPN

  • VPN Proxy OvpnSpider

  • HulaVPN

  • AppVPN

বিশেষজ্ঞরা স্পষ্টভাবে পরামর্শ দিয়েছেন—এ ধরনের ভিপিএন অ্যাপ থেকে দূরে থাকতে। তারা বলছেন, কখনোই বিনামূল্যের ভিপিএন ব্যবহার করবেন না। বিশ্বস্ত, পরিচিত ও পশ্চিমা দেশভিত্তিক কোম্পানির পেইড ভিপিএন-ই নিরাপদ।

গুরুত্বপূর্ণ সতর্কতা

আপনি যদি তালিকাভুক্ত ভিপিএন অ্যাপগুলোর কোনোটি ব্যবহার করেন, দ্রুত তা মুছে ফেলুন। ব্যক্তিগত নিরাপত্তার জন্য বিশ্বস্ত ভিপিএন ব্যবহার করুন এবং সন্দেহজনক অ্যাপ থেকে দূরে থাকুন।

আবির

×