ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

কালকিনিতে বন্ধ বিদ্যালয়ে রুমে-রুমে চলছে ফ্যান, জ্বলছে লাইট

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর

প্রকাশিত: ১৩:৩৮, ৪ জুলাই ২০২৫

কালকিনিতে বন্ধ বিদ্যালয়ে রুমে-রুমে চলছে ফ্যান, জ্বলছে লাইট

ছবি: দৈনিক জনকণ্ঠ

বিদ্যালয় তিন দিন বন্ধ। মূল ফটকে ঝুলছে তালা। তবুও রুমে-রুমে চলছে ফ্যান-জ্বলছে লাইট। এমই এক ঘটনা ঘটেছে মাদারীপুরের কালকিনি উপজেলার ৭৪ নং ক্রোকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 

আজ শুক্রবার সকালে দেখা গেছে এমন চিত্র। তবে এই ঘটনার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দুলিয়া জান্নাতের চরম ব্যর্থতা ও অযোগ্যতা রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এদিকে ওই বিদ্যালয়ে এমন ঘটনা মাঝে মধ্যেই ঘটে বলে জানিয়েছেন সচেতন মহল। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এলাকা সুত্রে জানা গেছে, শুক্রবার থেকে টানা তিন দিন সরকারি ছুটি। তাই বন্ধ থাকবে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর ধারাবাহিকতায় বন্ধ রয়েছে উপজেলার ৭৪ নং ক্রোকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু ওই বিদ্যালয়ের রুমে-রুমে চলছে ফ্যান-জ্বলছে লাইট। তবে এই ঘটনার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকা দুলিয়া জান্নাতের চরম ব্যর্থতা ও অযোগ্যতা রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এদিকে ওই বিদ্যালয়ে এমন ঘটনা মাঝে মধ্যেই ঘটে বলে জানিয়েছেন সচেতন মহল। অপরদিকে সরকারি টাকা অপচয় হওয়ার জন্য প্রধান শিক্ষাকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন অভিভাবকবৃন্দ। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন সচেতন ব্যক্তি ও অভিভাবক অভিযোগ করে বলেন, আমাদের স্কুল বন্ধ থাকলেও আজ এবং প্রতিনিয়ত রুমে-রুমে ফ্যান ও লাইট জ¦লে। তবে এই ঘটনার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকা দুলিয়া জান্নাতের চরম ব্যর্থতা ও অযোগ্যতা রয়েছে। আমরা সরকারি টাকা অপচয় হওয়ার জন্য প্রধান শিক্ষাকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাই।

অভিযুক্ত প্রধান শিক্ষিকা দুলিয়া জান্নাতের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।  

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান বলেন, বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় রুমে-রুমে ফ্যান চলা ও লাইট জ¦লাটা কোন ভাবে কাম্য নয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, আমি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

নোভা

×