
ছবি: সংগৃহীত
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর চেয়ারম্যান ববি হাজ্জাজ আশাবাদ ব্যক্ত করেছেন যে, যুগপদ আন্দোলনের সকল দল একত্রিত হয়ে কোয়ালিশন বা জোটবদ্ধভাবে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে। এনডিএম বর্তমানে ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানিয়েছেন। তার মতে, একটি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বেশ কিছু প্রাথমিক শর্ত পূরণ হওয়া আবশ্যক।
ববি হাজ্জাজের মতে, একটি স্বচ্ছ নির্বাচনের জন্য তিনটি প্রধান বিষয় নিশ্চিত করতে হবে: ১. যারা আইন মেনে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তারা যেন অবাধে অংশগ্রহণ করতে পারে এবং তাদের অংশগ্রহণে যেন কোনো বাধা না আসে। ২. প্রার্থীরা যেন কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারে। ৩. ভোটাররা যেন নির্ভয়ে এবং স্বাধীনভাবে তাদের মনমতো ভোট দিতে পারে। এই তিনটি বিষয় নিশ্চিত করার জন্য আইনি কাঠামো, আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা এবং নির্বাচন কমিশনের শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
এনডিএমের ভূমিকা প্রসঙ্গে ববি হাজ্জাজ মনে করেন, আগামীতে বাংলাদেশে 'ভোট কাটার রাজনীতি' বা 'ভোট কাটা নির্বাচন' সহজে আর হবে না। যদিও তৃতীয় বিশ্বের দেশগুলোতে ছোটখাটো কিছু অরাজকতা স্বাভাবিক, তবে তিনি বিশ্বাস করেন যে, বর্তমান ধারায় চললে আগামীতে বাংলাদেশের কোনো নির্বাচনে বড় ধরনের অরাজকতা হবে না। এনডিএম ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিলেও, তারা জোটবদ্ধ হয়ে নির্বাচনে যেতে আগ্রহী।
তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে ববি হাজ্জাজ অত্যন্ত আশাবাদী। তিনি বলেন, গণতন্ত্রে সকলের শক্তিই জনতার শক্তি, এবং যেকোনো আন্দোলনে তরুণরা এগিয়ে থাকে তাদের শারীরিক সক্ষমতার কারণে। যদিও জুলাই বিপ্লবে তিনি নিজেও আহত হয়েছেন, তার সাথে হাজার হাজার তরুণও মাঠে ছিল। তার বিশ্বাস, বাংলাদেশের আগামীর রাজনীতি হবে জনতার রাজনীতি, যেখানে তরুণদের অনেক বড় ভূমিকা থাকবে। বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা তারুণ্যের সংখ্যা অনেক বেশি হওয়ায়, তরুণদের সঠিকভাবে পথ দেখাতে পারলে দেশের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। গত বছরের আগস্টের গণঅভ্যুত্থানে বিজয়ের পর তিনি তরুণদের রাজনীতিতে সম্পৃক্ততা নিয়ে যতটা আশাবাদী ছিলেন, এখনও ঠিক ততটাই আশাবাদী। তিনি স্বীকার করেন যে, তরুণরা হয়তো কিছুটা অধৈর্য হতে পারে এবং দ্রুত পরিবর্তন না দেখে মানসিকভাবে আহত হতে পারে, তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে বাংলাদেশের রাজনীতিতে তরুণরা বড়ভাবে অংশগ্রহণ করবে এবং এনডিএম-ও এই প্রক্রিয়ায় বড় অবদান রাখবে।
সূত্র: https://www.youtube.com/watch?si=53tXBkNwfw5PSMFH&v=kuxhzJgBKDg&feature=youtu.be
সাব্বির