ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর, উত্তরা পূর্ব জোনের পরিচালক জামাল উদ্দিন

শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বপ্ন বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ জামায়াত

ইসমাঈল হোসাইন, উত্তরা, ঢাকা

প্রকাশিত: ২০:১৫, ৪ জুলাই ২০২৫; আপডেট: ২০:২৬, ৪ জুলাই ২০২৫

শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বপ্ন বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ জামায়াত

ছবি: জনকন্ঠ

“শহীদদের যে স্বপ্ন, শহীদের রক্তের বদলে যে লক্ষ্য মানুষের জন্য রেখে গেছেন, তা বাস্তবায়নে যা যা করা দরকার আমরা তাই করব”—এমন দৃঢ় ঘোষণা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর, উত্তরা পূর্ব জোনের পরিচালক জামাল উদ্দিন।

আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশকে সামনে রেখে আজ জুমার নামাজের পর উত্তরা পূর্ব থানা জামায়াতের উদ্যোগে এক গণমিছিল ও প্রস্ততিসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে জামাল উদ্দিন বলেন, “বাংলাদেশ আজ চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও জনগণের ন্যায্য দাবি এখনো বাস্তবায়ন হয়নি। বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার বিচার আমরা এখনো দেখতে পাইনি। জনগণের ভোটাধিকার ও স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার দাবিও আজও অপূর্ণ রয়ে গেছে।”

তিনি বলেন, “আমরা বহুবার সমাবেশ করেছি, বড় বড় মহাসমাবেশ করেছি। এবার ঢাকায় আয়োজিত সমাবেশের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই—শহীদদের যে স্বপ্ন তারা তাদের রক্ত দিয়ে এ দেশের জন্য রেখে গেছেন, তা বাস্তবায়নের জন্য আমরা কোনো ত্যাগ থেকে পিছপা হব না।”

জামাল উদ্দিন আরও বলেন, “নির্বাচন অবশ্যই হতে হবে, তবে তার আগে নির্বাচন কমিশন ও প্রশাসনের কাঠামোগত সংস্কার আবশ্যক। যারা জনগণের উপর জুলুম করেছে, অর্থপাচার করেছে, শহীদদের হত্যা করেছে—তাদের বিচার অবশ্যই হতে হবে। আমরা ‘জুলাই ঘোষণা পত্র’ প্রকাশ করব, যেখানে এই স্বপ্ন বাস্তবায়নের রূপরেখা দেওয়া থাকবে।”

এই সমাবেশের মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিকে আরও জোরালো করা হবে বলেও জানান নেতৃবৃন্দ।

আগামী ১৯শে জুলাই শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে উত্তরা পূর্ব থানা আজ দুপুর ২টায় একটি বিশাল মিছিলের আয়োজন করেছে।

মিছিলটি উত্তরা (বিডিআর মার্কেট) কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে রাজউক কলেজের সামনে দিয়ে রাজলক্ষ্মী এলাকায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিলের সময় ও স্থান নিয়ে উত্তরা পূর্ব থানার পক্ষ থেকে সংশ্লিষ্টরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

মিছিলে ঢাকা-১৮ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, কেন্দ্রীয় সূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর, উত্তরা পূর্ব জোনের পরিচালক জামাল উদ্দীন, উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পূর্ব থানা আমির জামাতের আমির মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হাসান রুবেল,উত্তরা পূর্ব থানার তথ্য সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জামাত ও ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

স্থানীয় নেতারা উল্লেখ করেন, আগামী ১৯শে জুলাইয়ের জাতীয় সমাবেশ দেশের জন্য একটি ঐতিহাসিক ও শক্তিশালী রাজনৈতিক আয়োজন হবে এবং এতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবে। সফল সমাবেশের জন্য সকল এলাকার মানুষের সহযোগিতা কামনা করা হয়।

উত্তরা পূর্ব থানা ও জামায়াতে ইসলামীর নেতারা আগামী কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Mily

আরো পড়ুন  

×