
ছবি: জনকণ্ঠ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সনমন্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ০৪ জুলাই সকাল থেকে দিনব্যাপী গণসংযোগের পর বিকালে সনমন্দি ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ডে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক, নারায়ণগঞ্জ - ৩ সোনারগাঁও আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া বলেন- ফ্যাসিষ্টদের আর কোন কার্যক্রম করতে দেওয়া হবেনা। ফ্যাসিষ্টদের ফ্যাসিজমের কার্ক্রমে জিরো টলারেন্স ঘোষনা করা হলো।
তিনি আরো বলেন কেউ যদি অন্যায় করে আর কাউকে অন্যায় করার সুযোগ দেওয়া হবেনা। জামায়াত শিবিরের কর্মীদের গায়ে যদি হাত তোলা হয়, তাহলে ঐ হাত কিন্তু আর হাতের জায়গায় থাকবেনা।
বালুয়াকান্দি এলাকা থেকে শুরু করে সনমান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে, অলিপুরা বাজার সহ কয়েক টি গ্রামে গণসংযোগ করা হয়। গণসংযোগ কালে সনমান্দি ইউনিয়নের সকল ওয়ার্ড সভাপতি সেক্রেটারী ও সোনারগাঁও দক্ষিন শাখার সহ কয়েক শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁও দক্ষিন শাখার আমীর মো. মাহবুবুর রহমান সোনারগাঁও দক্ষিন শাখার সেক্রেটারী মো. আসাদুল ইসলাম সনমান ইউনিয়নের আমীর মাওলানা মোমিনুল ইসলাম ও সেক্রেটারী মাওলানা বেলাল শাহ সহ বিভিন্ এলাকার নেতাকর্মী।
ছামিয়া