
ঢালিউডের আলোচিত ও সমালোচিত নায়ক জায়েদ খান এবার হাজির হচ্ছেন এক নতুন পরিচয়ে। সিনেমার পর এবার তিনি ধরা দেবেন উপস্থাপক হিসেবে। নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রবাসী বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’–এর নতুন টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ এর মাধ্যমে তিনি উপস্থাপনা ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন।
এই অনুষ্ঠানে প্রতি শুক্রবার ভিন্ন ভিন্ন অতিথি নিয়ে আলোচনায় বসবেন জায়েদ খান। প্রথম পর্বেই রয়েছে চমক—ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা থাকছেন অতিথি হিসেবে। অনুষ্ঠানটি বাংলাদেশ সময় আজ (৩ জুলাই) রাত ১০টায় প্রচার হবে।
জায়েদ খান তার নতুন যাত্রা নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, “এটা আমার জন্য এক নতুন অধ্যায়। আমি এমন একটি অনুষ্ঠান দিতে চাই, যেখানে আমাদের বাস্তব, অনুপ্রেরণাদায়ক গল্পগুলো উঠে আসবে এবং মানুষের মনকে নাড়া দিবে।”
বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন জায়েদ খান, তবে তিনি ভবিষ্যতে হলিউডে কাজ করারও ইচ্ছা পোষণ করেন।
রাজু