ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বিচ্ছেদের নির্জন অভিধান

শহিদুল ইসলাম

প্রকাশিত: ১৩:৫৯, ৪ জুলাই ২০২৫

বিচ্ছেদের নির্জন অভিধান

শপথের অলিন্দে দাঁড়িয়ে, শপথ ভাঙার কাহিনি গাঁথে,
ভ্রান্ত প্রেমিক! কী সহজে সে, হৃদয় ছিন্ন করে যাথা।
অভিনয়ের আবরণে মোড়া তার করুণ মুখচ্ছবি,
ভালোবাসা ছিল কেবল শব্দ—আত্মা জুড়ে ছিল না স্নেহ-নিবি।

নয়নে করুণা, অন্তরে ছুরি—এই তো তার প্রকৃতি,
বাঁধন গড়ার নামে গড়ে কেবল প্রতারণার জ্যামিতি।
শুধুই বলেছিল, "চিরকাল থাকবো", —কি দুঃসাহসিক শঠতা!
অতঃপর একদিন উধাও—ফেলে গেল ব্যথার তপ্ত ধ্বস্ততা।

প্রেম কি তবে একদিনের উৎসব? দহনহীন, হৃদয়বর্জিত?
যে প্রেমে নেই ত্যাগ, নেই প্রজ্ঞা—তা তো অসার, অপবিত্র।
সেই যে বলেছিল, “তুমি আমার,” আজ সে কার দুয়ারে বসে?
আমার শোকে গড়ে তোলে কি একটুখানি বেদনার বসন্ত বসে?

বেইমানেরা চতুর; মুখে দুধ, অন্তরে বিষের মিথস্ক্রিয়া,
তাদের ভালোবাসা বায়বীয়—নির্বিষ, তবু দংশন করে গিয়া।
তারা চলে যায় নিঃশব্দে, রেখে যায় গুমরে ওঠা প্রতিধ্বনি,
আমার বুকের গহ্বরে বাজে শুধু—বিশ্বাসঘাতের অনুত্তাপিনী।

হে প্রভু! যদি এ ছিলো পরীক্ষা, তবে আমি ব্যর্থতার বন্দি,
তবু তোমার রহমত চাই, হৃদয় যেন থাকে সদা স্বন্ধি।
ভবিষ্যতের পাতায় যেন আর কেউ এমন বেইমান না পায়,
ভালোবাসা হোক পবিত্র, দগ্ধ নয়—হোক আলো, ছায়া নয়!


কবি: শহিদুল ইসলাম, নওগাঁ

নোভা

×